কুয়ালালামপুর: মহিলাদের এশিয়া কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। ১৭০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেল মালয়েশিয়া। ৬ জন ব্যাটসম্যান করলেন শূন্য রান। কোনও ব্যাটসম্যানই দু’অঙ্কের রান করতে পারেননি। ফলে ১৪২ রানে জয় পেল ভারত।

এই ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান ওপেনার মিতালি রাজ। তিনি ৯৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক হরমনপ্রীত কউর করেন ৩২ রান। ৩ উইকেটে ১৬৯ রান করে ভারত। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে মালয়েশিয়া। সর্বোচ্চ ৯ রান করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গম। দ্বিতীয় সর্বোচ্চ ৬ রান অতিরিক্ত। পূজা বস্ত্রকর তিনটি এবং অনুজা পাতিল ও পুনম যাদব দু’টি করে উইকেট নেন। আগামীকাল তাইল্যান্ডের মুখোমুখি হবে ভারত।