চলতি মরশুম শেষেই টেস্টে এক নম্বর হতে পারে ভারত, আশায় ধোনি
Web Desk, ABP Ananda | 29 Aug 2016 09:36 AM (IST)
ফ্লোরিডা: বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল টেস্টে আবার এক নম্বর দল হয়ে উঠবে বলে আশাবাদী সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তিনি মনে করছেন, ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে ১৩টি টেস্ট খেলার পরেই এক নম্বর হয়ে যাবে ভারতীয় দল। ভারতের টেস্ট দলের প্রশংসা করে ধোনি বলেছেন, ‘ভারতীয় টেস্ট দল নতুন করে গড়ে উঠছে। মনে হচ্ছে আমাদের টি-২০ ও একদিনের দল অনেক ভাল জায়গায় ছিল। তবে বর্তমান টেস্ট দলের ব্যাটিং বিভাগ অভিজ্ঞ। লক্ষ্য করলে দেখবেন, গত আড়াই বছর ধরে ব্যাটিং বিভাগে একটি-দুটির বেশি বদল হয়নি। ফলে সবাই অনেক কিছু শিখতে পারছে। টেস্ট ক্রিকেটই আসল জায়গা।’ ভারতের টেস্ট দলের ব্যাটসম্যানদের পাশাপাশি বোলারদেরও প্রশংসা করেছেন ধোনি। তাঁর বক্তব্য, ভারতীয় দলে এখন ১০ জন প্রকৃত ফাস্ট বোলার আছেন। তাঁরা সবাই ফিট এবং ভাল বোলিং করছেন। ফলে ফাস্ট বোলাররা দলের সম্পদ হয়ে উঠেছেন। ভারতীয় দল অনেক ম্যাচ খেলবে। ফলে ইচ্ছা হলে বোলারদের ঘুরিয়ে-ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে। প্রতিভাবান ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স দেখানোয় খুশি ভারতের প্রাক্তন টেস্ট অধিনায়ক। তাঁর আশা, অভিজ্ঞতা ও প্রতিভার মিশেলে ১৩টি টেস্টের শেষে ভারত দারুণ জায়গায় থাকবে। এক নম্বর হওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে থাকা দলের সঙ্গে ব্যবধান অনেকটা বাড়িয়ে নিতে পারবে ভারত।