নয়াদিল্লি: ভারতে সবাই মিলে চেষ্টা করলে জামাইকার কিংবদন্তী অ্যাথলিট উসেইন বোল্টের মতো ১০০ জনকে তৈরি করা যায় বলে দাবি করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর। তিনি বলেছেন, ‘অন্য দেশগুলি যাতে ক্রীড়াক্ষেত্রে আমাদের পিছনে ফেলে দিতে না পারে, সেটা নিশ্চিত করার জন্য আমরা নির্বাচন পদ্ধতিতে বদল আনতে চাই। যদি কেউ ১২ বছর বয়সেই ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার অধিকারী হয়, তাহলে তাকে ভলিবল বা বাস্কেটবল দলে নেওয়া উচিত। অন্যদিকে, কারও যদি চোখ ও হাতের সংযোগ ভাল হওয়ার বদলে দ্রুত দৌড়নোর দক্ষতা থাকে, তাহলে তাকে ১০০ মিটার দৌড়ের দলে নেওয়া উচিত। আমার স্থির বিশ্বাস, ১২৫ কোটি মানুষের দেশে ১০০ জন উসেইন বোল্ট তৈরি করা যায়।’


রাঠৌর আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার আগামী বছরের মে-জুন মাসে জাতীয় স্তরে প্রতিভা অন্বেষণের পরিকল্পনা করেছে। স্কুল পর্যায়ে নির্বাচন প্রক্রিয়ায় বদল আনার চেষ্টা করা হচ্ছে। স্কুলে খেলার প্রচার করছে কেন্দ্রীয় সরকার। এই প্রথম জাতীয় স্কুল স্পোর্টস প্রতিযোগিতা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। দেশে খেলার মাঠ ও অন্যান্য পরিকাঠামো উন্নত করার চেষ্টা চলছে।