নয়াদিল্লি: ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের পর সদ্য সমাপ্ত এশিয়া কাপেও ব্যাট হাতে স্বমহিমায় দেখা যায়নি ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে। মিডল অর্ডারের হাল আগের মতো ধরে আগের মতো ম্যাচ ফিনিস করতে পারছেন না বলে ধোনির সমালোচনায় সরব হয়েছেন প্রাক্তন ক্রিকেটারদের একাংশ।

ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে এ প্রসঙ্গে বলেছেন, ধোনির কাছ থেকে আর আগের মতো পারফরম্যান্সের প্রত্যাশা করা উচিত নয় দলের। কারণ, এখন ধোনি সেই সেরা ফিনিসার নন। ভারতীয় দলের প্রাক্তন স্পিনার বলেছেন, ধোনি তাঁর কেরিয়ারের অন্তিম পর্যায়ে। তাই তাঁকে খোলামনে খেলার সুযোগ দেওয়া উচিত।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কুম্বলে বলেছেন, ভারতের মিডল অর্ডারে এখনও কোনও স্থিতিশীলতা আসেনি। এই অবস্থায় ধোনির ওপর ফিনিসার হিসেবে খুব বেশি নির্ভর করা উচিত নয়। তাঁকে নিজের খেলা উপভোগ করার সুযোগ দেওয়া দরকার এবং তরুণ খেলোয়াড়দের ম্যাচ ফিনিস করার দক্ষতা শেখাতে হবে।

কুম্বলে একইসঙ্গে বলেছেন, আগামী বিশ্বকাপে ধোনিকে অবশ্যই উইকেটরক্ষক হিসেবে দলে রাখা উচিত।

উল্লেখ্য, এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে শূন্য করেন ধোনি। সবমিলিয়ে তিনি মোট ৭৭ রান করেন।

যদিও ধোনির ওপর টিম ম্যানেজমেন্টের আস্থা অটুট। কোচ রবি শাস্ত্রী আগেই বলেছেন যে, ধোনিকে ছাড়া ২০১৯-র বিশ্বকাপের দল ভাবাও যায় না।