হারারে: হারারেতে দ্বিতীয় একদিনের ম্যাচে জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরল ভারত।
জিম্বাবোয়ে সফরে প্রথম একাদশের বেশ কয়েকজন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। সেই তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শিখর ধবন, রোহিত শর্মা। ফলে, অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির নেতৃ্ত্বাধীন নতুন টিম ইন্ডিয়া এদিন জিম্বাবোয়ের মুখোমুখি হয়।
এদিন টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করতে পাঠান ধোনি। কিন্তু, ভারতের তরুণ পেস ও স্পিন আক্রমণের সামনে ধরাশায়ী হয়ে পড়ে জিম্বাবোয়ের ব্যাটিং লাইন-আপ। ৩৪.৩ ওভারে ১২৬ রানেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের ইনিংস।
ভারতীয় বোলারদের সকলেই এদিন উইকেট পেয়েছেন। তবে, সবচেয়ে সফল যজুবেন্দ্রে চাহাল। মাত্র ৬ ওভারে ২৫ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন স্রান এবং কুলকার্নি। একটি করে উইকেট দখল করেছেন বুমরাহ এবং অক্ষর পটেল।
লক্ষ্য তাড়া করতে নেমে ২ উইকেট খুইয়ে মাত্র ২৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লু। ওপেনিং জুটিতে করুণ নায়ারের সঙ্গে ৫৮ রান তোলেন প্রথম ম্যাচের শতরানকারী লোকেশ রাহুল। ব্যক্তিগত ৩৩ রানের মাথায় আউট হন রাহুল। তিন নম্বরে নেমে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেয় রায়ুডু-নায়ার জুটি। লক্ষ্য থেকে মাত্র ২ রান আগে ৩৯ রানে আউট হন নায়ার। ম্যাচের সেরা হন চাহাল।
এই ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজেদের দখলে নিল ভারত। যদি তৃতীয় ম্যাচেও ধোনি-বাহিনী জয়ী হয়, তাহলে জিম্বাবোয়ের মাটিতে সিরিজ হোয়াইওয়াশের হ্যাটট্রিক করবে তারা।
জিম্বাবোয়েকে ৮ উইকেটে হারিয়ে একদিনের সিরিজ দখল করল ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Jun 2016 01:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -