নয়াদিল্লি: ভারতীয় টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলির মতো আগ্রাসী হতে চাইছেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল।

 

সদ্য অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ জিতেছেন সাইনা। ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছিলেন হায়দরাবাদের এই শাটলার। আসন্ন রিও অলিম্পিকেও পদক জয়ের অন্যতম দাবিদার তিনি। সেই সাইনাই এবার কোহলিকে অনুসরণ করতে চাইছেন!

 

রবিবার চিনের সান ইউ-কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন সাইনা। এই সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে কোহলি সহ অনেকেই। ট্যুইটারে সাইনাকে অভিনন্দন জানান টেস্ট দলের নেতা। তাঁকে ধন্যবাদ জানিয়ে সাইনা লেখেন, ‘আরও ম্যাচ জেতার জন্য তোমার মতো আগ্রাসী হতে চাই।’

 

কোহলি বর্তমানে অসাধারণ ফর্মে আছেন। সবাই তাঁর ধারাবাহিকতার প্রশংসা করছেন। সাইনা যদি কোহলির মতো আগ্রাসী মেজাজের মতোই ধারাবাহিকতাও অর্জন করতে পারেন, তাহলে ফের অলিম্পিক পদক আসতেই পারে। সেদিকেই তাকিয়ে ভারতের ক্রীড়াপ্রেমীরা।