বুদাপেস্ট: হাঙ্গেরিতে প্রজ্ঞাননন্দদের ইতিহাস। আন্তর্জাতিক দাবা ফেডারেশনের আয়োজিত দাবা অলিম্পিয়াডে (Chess Olympiad 2024) সোনা এল ভারতের ঝুলিতে। তাও আবার এক নয়, দুই দুইটি। ইতিহাস সৃষ্টি করে হাঙ্গেরিরর রাজধানীতে অলিম্পিয়াডে সোনা জিতল ভারতের পুরুষ ও মহিলা, উভয় দাবা দলই।


টুর্নামেন্টে আগাগোড়াই রমেশবাবু প্রজ্ঞাননন্দদের, অর্জুন এরিজাইসি, বিদিত গুজরাতি, ডি গুকেশ এবং পেনতালা হরিকৃষ্ণের ভারতীয় পুরুষ দল দাপট দেখায়। ভারতীয় দাবাড়ুরা শেষ রাউন্ডের ম্যাচে স্লোভেনিয়াকে হারিয়েই ওপেন রাউন্ডে সোনা জিতে নেয়। অপরদিকে, আজ়ারবাইজানের বিরুদ্ধে জয় পায় ভারতীয় মহিলা দাবাড়ুরাও। বছর দু'য়েক আগে চেন্নাইতে প্রথম অলিম্পিয়াড পদক জিতেছিলেন ভারতীয় মহিলা দাবাড়ুরা। এবার হরিকা দ্রোণাভাল্লি, আর বৈশালী, দিব্যা দেশমুখ, ভন্তিকা আগরওয়াল এবং তানিয়া সচদেবকে নিয়ে তৈরি ভারতীয় মহিলা দল পদকের রঙ বদলাতে সক্ষম হল। 


 






 


ইতিহাসে মাত্র দ্বিতীয়বারই কোনও দেশ পুরুষ ও মহিলা উভয় বিভাগেই দাবা অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হল। পুরুষদের বিভাগে অর্জুন ও গুকেশের জয় ভারতকে ম্যাচে ২-০ এগিয়ে দেয়। বিদিত নিজের ম্যাচ ড্র করেন। শেষ ম্যাচে রমেশবাবু প্রজ্ঞাননন্দদের জয় ভারতের হয়ে ৩.৫-০.৫ স্কোরলাইনে জয় সুনিশ্চিত করে। 


 






 


মহিলাদের বিভাগে হরিকা, দিব্যা এবং ভন্তিকা নিজেদের ম্যাচ জিতে নেন। বৈশালী অবশ্য় জিততে পারেননি, তিনি নিজের ম্যাচটি ড্র করেন। কাজাখস্তানের বিরুদ্ধে তাঁরাও ফাইনালে সেই ৩.৫-০.৫ স্কোরলাইনে নিজেদের ম্যাচ জিতে সোনা জয় সুনিশ্চিত করেন। এই সাফল্য নিঃসন্দেহে বিশ্বে ভারতীয় দাবাড়ুদের দক্ষতা তুলে ধরার প্রমাণ হিসাবে কাজ করবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ম্যাচে লিড নিয়েও ফের হতাশা, কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে হার ইস্টবেঙ্গলের