পুনে:# টেস্ট ক্রিকেটে সপ্তম দ্বিশতরান কোহলির। তাঁর ব্যাটিং দাপটে ভর করে রানের পাহাড়ে ভারত।  অল্পের জন্য শতরান হাতছাড়া রবীন্দ্র জাডেজার। ৯১ রান করে আউট হলেন তিনি। তাঁর আউট হওয়ার সঙ্গে সঙ্গে ইনিংসের সমাপ্তি ঘোষণা করলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ভারত  ৫ উইকেটে ৬০১ রানে  ডিক্লেয়ার করল। কোহলি অপরাজিত থাকলেন ২৫৪ রানে। টেস্ট কেরিয়ারে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত রান কোহলির। ৩৩ টি বাউন্ডারি ও ২ ওভারবাউন্ডারিতে সাজানো তাঁর দাপুটে ৩৩৬ বলের ইনিংস। জাডেজার সঙ্গে জুটিতে কোহলি যোগ করলেন ৩৯.১ ওভারে ২২৫ রান।





#পুনে টেস্টে অপ্রতিহত কোহলি।দ্বিশতরান থেকে আর মাত্র ছয় রান দূরে তিনি। দুরন্ত ছন্দে ব্যাটিং করছেন ভারতীয় দলের অধিনায়ক। চা-পানের বিরতি পর্যন্ত ভারতের রান ৪ উইকেটে ৪ উইকেটে ৪৭৩। রাহানে ৫৯ রানে আউট হওয়ার পর রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। দলের ৩৭৬ রানে রাহানে আউট হন। কোহলির সঙ্গে রাহানের জুটিতে যোগ হয় ১৭৮ রান।



#মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত প্রথম ইনিংসের ভারতের রান ৩ উইকেটে ৩৫৬। কোহলি ১০৪ ও রাহানে ৫৮ রানে অপরাজিত।

স্কোরবোর্ডে বড় রান তুলে দক্ষিণ আফ্রিকা চাপে ফেলাই লক্ষ্য ভারতের। সেই লক্ষ্যে দারুণভাবে এগিয়ে চলেছে ভারত। চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার টসে জিতে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।ময়াঙ্ক অগ্রবালের সেঞ্চুরি, পূজারার অর্ধশতরান ভারতের ইনিংসের ভিত গড়ে দেয়। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার ভার নিয়েছেন কোহলি ও সহ অধিনায়ক আজিঙ্কা রাহানে। প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেটে ২৭৩। কোহলি  হাফসেঞ্চুরি করেন। দিনের শেষে কোহলি ৬৩ ও রাহানে ১৮ রানে ব্যাট করছিলেন।

দ্বিতীয় দিনেও কোহলি ও রাহানে জুটি দলের ইনিংস এগিয়ে নিয়ে চলেছে। রাহানে তাঁর হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। এটি তাঁর ২০ তম টেস্ট হাফসেঞ্চুরি।




ফিল্যান্ডারের বলে বাউন্ডারি মেরে কোহলি টেস্টে তাঁর ২৬ তম শতরান পূর্ণ করলেন কোহলি। ভারতের রান ৩ উইকেটে ৩৪৫।