মাউন্ট মাউঙ্গানুই: অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে প্রথম ম্যাচেই বিশাল জয় পেল ভারতীয় দল। আজ অস্ট্রেলিয়াকে ১০০ রানে হারিয়ে দিল পৃথ্বী শ-র দল। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। জবাবে ২২৮ রানে অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। শিবম মাভি ও নাগরকোটি তিনটি করে উইকেট নেন।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩২৮ রান করে ভারত। শুরু থেকেই দাপট দেখাতে থাকেন ভারতের ব্যাটসম্যানরা। শেষদিকে অবশ্য পরপর উইকেট পড়ে যায়। তবে তাতে ভারতীয় দলের বড় রান তুলতে কোনও সমস্যা হয়নি। পৃথ্বী ৯৪, মনজ্যোৎ কালরা ৮৬ ও শুভম গিল ৬৩ রান করেন। পৃথ্বী ও মনজ্যোতের জুটিতে যোগ হয় ১৮০ রান। তার ফলেই বিশাল স্কোর করে ভারত। জ্যাক এডওয়ার্ডস ৬৫ রান দিয়ে ৪ উইকেট নেন। একটি উইকেট নেন স্টিভ ওয়ার পুত্র অস্টিন ওয়া।

বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার এডওয়ার্ডস (৭৩) ও ম্যাক্স ব্রায়ান্ট (২৯)। তবে এরপর আর কোনও ব্যাটসম্যানই বড় রান করতে পারেননি। ভারতের বোলাররা নিয়মিত ব্যবধানে উইকেট তুলে নিতে থাকেন। ফলে সহজ জয় পায় ভারত।