নাগপুর: এ বছরের সেপ্টেম্বরে ডেভিস কাপের অ্যাওয়ে টাইয়ে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। আজ লন্ডনে এই সূচী তৈরি হয়েছে। ভারত-পাক টাইয়ে যে দল জিতবে, তারা ওয়ার্ল্ড গ্রুপের কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে। তবে এই টাই কোথায় হবে, সেটা এখনও ঠিক হয়নি। কারণ, ভারতীয় দল পাকিস্তানে খেলতে যাবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। সেক্ষেত্রে নিরপেক্ষ কোনও দেশে খেলা হতে পারে।


১৯৬৪ সালের পর থেকে আর পাকিস্তানে ডেভিস কাপের ম্যাচ খেলতে যায়নি ভারত। লাহৌরে শেষ টাই ৪-০ জিতেছিল ভারত। এবার কেন্দ্রীয় সরকার পাকিস্তানে খেলতে যাওয়ার অনুমতি দেবে কি না, সেটা জানতে চাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় টেনিস সংস্থার সচিব হিরন্ময় চট্টোপাধ্যায়। ডেভিস কাপে শেষবার ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে। মুম্বইয়ে অনুষ্ঠিত হওয়া সেই টাই ৩-২ ফলে জিতেছিল ভারত। সেই টাইয়ে ভারতের হয়ে খেলেছিলেন বর্তমান দলের নন-প্লেয়িং ক্যাপ্টেন মহেশ ভূপতি, লিয়েন্ডার পেজ, রোহন বোপান্না, প্রকাশ অমৃতরাজ।

এখনও পর্যন্ত ডেভিস কাপে ৬ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। কোনওবারই হারেনি ভারত। ১৯৭১ সালে পাকিস্তানে খেলা হওয়ার কথা থাকলেও, ওয়াকওভার পায় ভারত। এবারও এই টাই জিতে ভারত ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে ফিরবে বলে আশাবাদী মহেশ।