সান ফ্রান্সিসকো: এবার হোয়াটসঅ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারে পাঠানো বার্তাও ‘ডিলিট’ করা যাবে। সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্ট ফেসবুক সম্প্রতি তাদের মেসেজিং অ্যাপে (অ্যাপলিকেশন) ‘আনসেন্ড’ অপশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার মাধ্যমে কাউকে কোনও বার্তা পাঠানোর ১০ মিনিটের মধ্যে প্রেরক তা ‘চ্যাট থ্রেড’ থেকে ডিলিট করতে পারবেন।


এক মার্কিন পত্রিকা সূত্রে খবর, বুধবার থেকেই এই নতুন ফিচার চালু হয়ে যাচ্ছে। আইওএস ও অ্যান্ড্রয়েডে মেসেঞ্জারের লেটেস্ট ভার্সান আপডেটের সঙ্গেই এই নতুন ফিচার আপনা-আপনিই সংযোজিত হয়ে যাবে। এক্ষেত্রে সংস্থার আরেকটি বহুল-প্রচারিত মেসেজিং অ্যাপ ‘হোয়াটসঅ্যাপ’-এর মতো এখানেও ব্যবহারকারীর কাছে দুটি অপশন দেওয়া হবেঃ- একটি ‘রিমুভ ফর ইউ’, অন্যটি ‘রিমুভ ফর এভরিওয়ান’।


দ্বিতীয় বিকল্প বাছলে, যাকে বা যাদের সেই মেসেজ পাঠানো হয়েছিল, ‘চ্যাট থ্রেড’-এ তিনি বা তাঁরা দেখবেন ‘মেসেজ ডিলিটেড’, ঠিক যেমন হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে হয়। ফেসবুকের ফটো-মেসেজিং অ্যাপ ‘ইনস্টাগ্রাম’-এও ‘আনসেন্ড’ ফিচার রয়েছে। যেখানে ব্যবহারকারীরা ব্যক্তিগত বা গ্রুপ চ্যাটে সকল অংশগ্রহণকারীকে পাঠানো মেসেজ ডিলিট করতে পারেন।