লো-স্কোরিং ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে সপ্তমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
Web Desk, ABP Ananda | 14 Sep 2019 06:47 PM (IST)
লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেলেও, বাংলাদেশকে ১০১ রানে থামিয়ে দেন ভারতের তরুণ ক্রিকেটাররা।
ছবি সৌজন্যে ট্যুইটার
কলম্বো: বাংলাদেশেকে হারিয়ে সপ্তমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতে নিল ভারতীয় দল। ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, বোলারদের দাপটে ফাইনাল ম্যাচে জয় পেল ভারত। লো-স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেলেও, বাংলাদেশকে ১০১ রানে থামিয়ে দেন ভারতের তরুণ ক্রিকেটাররা। অথর্ব আঙ্কোলেকর ২৮ রান দিয়ে ৫ উইকেট নেন। আকাশ সিংহ ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। এই দুই বোলারের দাপটেই জয় পায় ভারতীয় দল। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তবে শুরুটা মোটেই ভাল হয়নি। ৮ রানে ৩ উইকেট পড়ে যায়। এরপর অধিনায়ক ধ্রুব জুরেল (৩৩) ও শাশ্বত রাওয়াতের (১৯) জুটি ভারতীয় দলকে লড়াইয়ে ফেরায়। ৮ নম্বরে নামা কর্ণ লাল করেন ৩৭ রান। ভারতের মাত্র তিনজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। বাংলাদেশের হয়ে মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামিম হোসেন তিনটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে বাংলাদেশও শুরুতেই চাপে পড়ে যায়। স্কোরবোর্ডে ১৬ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফিরে যান চারজন ব্যাটসম্যান। এরপর অধিনায়ক আকবর আলি (২৩) ও মৃত্যুঞ্জয় (২১) কিছুটা লড়াই করেন। তবে সেই লড়াই যথেষ্ট ছিল না। ভারতই শেষপর্যন্ত জয় ছিনিয়ে নেয়।