লন্ডন: ভারতীয় দলের তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন সদ্যসমাপ্ত ওয়েস্ট সফরে দুটি টেস্টের একটিতেও খেলার সুযোগ পাননি। কিন্তু এই ঘটনা তাঁর ফর্মে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। সেটা আরও একবার দেখিয়ে দিলেন তিনি।
সফল ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পুরো ভারতীয় দল যখন দেশে ফিরে গিয়েছে, তখন অশ্বিন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। আর বোলিং-ব্যাটিং, উভয় ক্ষেত্রেই দাপট দেখাচ্ছেন তিনি। নটিংহ্যামশায়ারের হয়ে কেন্টের বিরুদ্ধে অলরাউন্ড পারফরম্যান্সে সবার নজর কেড়ে নিয়েছেন তিনি। যদিও তাঁর দলকে এই ম্যাচের হার স্বীকার করতে হয়েছে।
ম্যাচে প্রথমে ব্যাট করে কেন্ট ৩০৪ রান করে। এই ইনিংসে চার উইকেট নেন অশ্বিন। জবাবে নটিংহ্যামশায়ার মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে কেন্ট ২৫৯ রান করে। কেন্টের ইনিংসকে অল্পরানে বেঁধে রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নেন অশ্বিন। দ্বিতীয় ইনিংস পাঁচ উইকেট দখল করেন তিনি।
নটিংহ্যামশায়ারের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল ৪৪০ রান। কিন্তু তারা দ্বিতীয় ইনিংসে মাত্র ২১২ রানে অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে নটিংহ্যামশায়ারের হয়ে সবচেয়ে বেশি কান করেন অশ্বিন। তিনি ৫৫ রান করেন। কিন্তু তাঁকে দলের অন্য কোনও ব্যাটসম্যান সঙ্গত দিতে পারেননি।
কাউন্টি ক্রিকেটে দারুণ ছন্দে অশ্বিন, এক ম্যাচে নয় উইকেট ও হাফসেঞ্চুরি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Sep 2019 04:27 PM (IST)
ভারতীয় দলের তারকা স্পিনার অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন সদ্যসমাপ্ত ওয়েস্ট সফরে দুটি টেস্টের একটিতেও খেলার সুযোগ পাননি। কিন্তু এই ঘটনা তাঁর ফর্মে বিন্দুমাত্র প্রভাব ফেলেনি। সেটা আরও একবার দেখিয়ে দিলেন তিনি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -