কলকাতা: আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে ভারতকেই ফেভারিট হিসেবে দেখছেন প্রাক্তন তারকা বীরেন্দ্র সহবাগ। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমাদের একদিনের দল যেরকম, তাতে আমরাই ২০১৯ বিশ্বকাপ জেতার বিষয়ে ফেভারিট। আপনারা কি সেটা মনে করেন না? অবশ্যই আমরা ফেভারিট।’
নিজের সময়ের ভারতীয় দলের সঙ্গে বিরাট কোহলির দলের তুলনা করতে গিয়ে সহবাগ বলেছেন, ‘আমাদের সময়ে (জাভাগল) শ্রীনাথ, জাহির খান, অজিত আগরকর ও আশিস নেহরার মতো চারজন পেসার ছিল। কিন্তু ২০০৩ বিশ্বকাপ ছাড়া ওরা একসঙ্গে খেলেনি। আমরা যখন ফাইনালে উঠলাম, ওদের মধ্যে একজন চোট পায়। বর্তমান দলের ব্যাটিং ও বোলিং বিভাগ দুর্দান্ত। ওরা যে কোনও কন্ডিশনে জিততে পারে। যেরকম ব্যাটিং ও বোলিং শক্তি, তাতে ভারতের বাইরে টেস্ট সিরিজ জেতার ক্ষমতা আছে এই দলের। আমরা অল্পের জন্য দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততে পারিনি। না হলে আমরা ইতিহাস গড়তে পারতাম।’
বিশ্বকাপে ভারতই ফেভারিট, বলছেন সহবাগ
Web Desk, ABP Ananda
Updated at:
21 Apr 2018 05:14 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -