ম্যাঞ্চেস্টার: রিজার্ভ ডে-তে মেঘলা আবহাওয়াই ভারতের বিপক্ষে গেল এবং পরিবেশের সুবিধা পেল নিউজিল্যান্ড। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
গত মঙ্গলবার ছিল বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ওই দিন শেষ হয়নি। এজন্য খেলা গড়ায় গতকাল বুধবার রিজার্ভ ডে-তে। মঙ্গলবার যখন ম্যাচে বৃষ্টি ব্যাঘাত ঘটিয়েছিল, তখন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের রান ছিল ৪৬.১ ওভারে ২১১। বুধবার খেলা শুরুর পর নিউজিল্যান্ড ৫০ ওভারে আট উইকেটে ২৩৯ রান করে। কিন্তু মেঘলা পরিবেশে ওই রান তাড়া করতে নেমে টপ অর্ডারে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। শেষপর্যন্ত ১৮ রানে ম্যাচ জিতে ফাইনালে যায় নিউজিল্যান্ড।
শ্রীকান্ত মনে করছেন, পুরো টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করেও ভারতের ছিটকে যাওয়ার অন্যতম কারণ মেঘলা পরিবেশ।
আইসিসি-র ওয়েবসাইটে তাঁর কলামে শ্রীকান্ত লিখেছেন, বৃষ্টির জন্য ম্যাচ দ্বিতীয় দিনে গড়ানোই আমার মতে ভারতের হারের প্রধান কারণ। বৃষ্টি এবং দ্বিতীয় দিন মেঘলা পরিবেশে উইকেট ভারতের থেকে নিউজিল্যান্ডের পক্ষে সহায়ক হয়েছে। কারণ, ওই পরিবেশ ওদের বোলারদের পক্ষে আদর্শ হয়ে উঠেছিল।
বৃষ্টির কারণে ম্যাচ দ্বিতীয় দিনে না গড়ালে ভারত অনায়াসেই জয় পেতে পারত বলে মনে করছেন শ্রীকান্ত। তিনি লিখেছেন, আমার মনে আছে যে, ১৯৮৩-র বিশ্বকাপের প্রথম ম্যাচে আমরা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৬০ রান করেছিলাম। ওই ম্যাচ দ্বিতীয় দিনে গড়ায় এবং আমরা ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করে ম্যাচ জিতেছিলাম। তাই বৃষ্টির জন্য ম্যাচ পরের দিন পর্যন্ত গড়াল এমনটা ঘটে থাকে।
ভারতীয় দলের প্রাক্তন ওপেনার কিউই বোলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ধোনি ও জাডেজার জুটি আশা জাগালেও শেষ পর্যন্ত নিজেদের কাজটা দারুণভাবে করেছেন নিউজিল্যান্ডের বোলাররা।
যে তিনটি বলে রোহিত শর্মা, বিরাট কোহলি ও লোকেশ রাহুল আউট হয়েছেন, সেগুলি দুর্দান্ত ডেলিভারি ছিল বলেও মন্তব্য করেছেন শ্রীকান্ত।
জাডেজার অলরাউন্ড পারফরম্যান্সেরও তারিফ করেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, ধোনির সঙ্গে ম্যাচটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন জাডেজা। কিন্তু দুর্ভাগ্যবশত তা আর হল না।
শ্রীকান্ত মনে করছেন, বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনারের বিরুদ্ধে আরও একটু আক্রমণাত্মক হতে পারতেন ভারতীয় ব্যাটসম্যানরা। তিনি বলেছেন, স্যান্টনার দারুণ বোলিং করেছেন। কিন্তু ভারত তাঁকে একটু বেশিই সমীহ করেছে। ভারতীয় ব্যাটসম্যানদের স্যান্টনারের বিরুদ্ধে আরও ইতিবাচক মনোভাব নিয়ে খেলা উচিত ছিল।
মিডল অর্ডার নিয়ে ভারতের উদ্বেগের প্রসঙ্গ তুলে ধরে ভারতীয় দলে বড়সড় রদবদলের কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন শ্রীকান্ত। তিনি বলেছেন, বিশ্বকাপে এমনটা হয়ে থাকে। বিষয়টি মেনে নিতে হবে এবং মিডল অর্ডার নিয়েই চিন্তা করতে হবে। তিনি বলেছেন, ঋষভ পন্ত ভালো। কিন্তু পাঁচ নম্বরে কাউকে খুঁজে বের করতে হবে।
রিজার্ভ ডে-তে পরিবেশটাই ভারতের প্রতিকূল হয়ে দাঁড়াল, মনে করছেন শ্রীকান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jul 2019 02:50 PM (IST)
রিজার্ভ ডে-তে মেঘলা আবহাওয়াই ভারতের বিপক্ষে গেল এবং পরিবেশের সুবিধা পেল নিউজিল্যান্ড। এমনটাই মনে করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -