হাফসেঞ্চুরির পর ড্রেসিংরুম থেকে জাডেজাকে রোহিতের সঙ্কেত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Jul 2019 12:12 PM (IST)
বিশ্বকাপের সেমিফাইনালে ২৪০ রানের লক্ষ্য সামনে। রান তাড়া করতে নেমে ৫ রানে ৩ উইকেট! কার্যত সেখানেই লেখা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের চিত্রনাট্য। কিন্তু চমক অপেক্ষা করছিল ভারতীয় দলের সমর্থকদের জন্য।
ম্যাঞ্চেস্টার: বিশ্বকাপের সেমিফাইনালে ২৪০ রানের লক্ষ্য সামনে। রান তাড়া করতে নেমে ৫ রানে ৩ উইকেট! কার্যত সেখানেই লেখা হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হারের চিত্রনাট্য। কিন্তু চমক অপেক্ষা করছিল ভারতীয় দলের সমর্থকদের জন্য। ব্যাট হাতে ঝলসে উঠলেন রবীন্দ্র জাডেজা। দুরন্ত বোলিং ও ফিল্ডিংয়ের পর ব্যাট হাতে অসম্ভবকে সম্ভব করার একটা স্বপ্ন উসকে দিয়েছিলেন। বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচেই ড্রেসিংরুমে বসতে হয়েছিল তাঁকে। সেমিফাইনালে তাঁর দুরন্ত শতরান ভারতীয় সমর্থকদের প্রশংসা আদায় করে নিয়েছে। তাঁর ঝোড়ো ইনিংসে কার্যত বেসামাল অবস্থা হয়ে দাঁড়িয়েছিল কিউই বোলারদের। হাফসেঞ্চুরি পূর্ণ করার পর পরিচিত ঢঙে তলোয়ারের কায়দায় ব্যাট ঘুরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন তিনি। সেই সময় ড্রেসিংরুম থেকে সহ অধিনায়ক রোহিত শর্মা তাঁকে বাহবা জানালেন। আর যেভাবে রোহিত ইঙ্গিতে জাডেজাকে উত্সাহিত করছিলেন, সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের মন জিতে নিয়েছে রোহিতের সেই সঙ্কেত। জাডেজার ৫৯ বলে ৭৭ রানের চোখধাঁধানো ইনিংস ভারতকে জেতাতে না পারলেও দলের সমর্থকদের মন জিতে নিয়েছে। ৪৯.৩ ওভারে ভারতের ইনিংস শেষ হয়ে যায় ২২১ রানে।নিউজিল্যান্ড ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে যায়।