মুম্বই: ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজে চোট পাওয়া ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহ খেলতে না পারলেও ভারতীয় দলের সমস্যা হবে না। এমনই মনে করছেন প্রাক্তন তারকা পেসার জাহির খান। তাঁর মতে, ভারতীয় দলে অনেক পরিবর্ত পেসার আছেন। তাঁরা অনায়াসেই ভুবনেশ্বর ও বুমরাহর জায়গা নিতে পারবেন।
নির্বাচকরা প্রথম তিনটি টেস্টের জন্য যে দল ঘোষণা করেছেন, তাতে ভুবনেশ্বরকে রাখা হয়নি। বুমরাহ দ্বিতীয় টেস্ট থেকে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। পেসার হিসেবে দলে আছেন ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। এছাড়া পেসার-অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যও দলে আছেন। ১ অগাস্ট থেকে শুরু হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ।
ভারতীয় দল সম্পর্কে জাহির বলেছেন, ‘বুমরাহ চোট পেয়েছে। ভুবনেশ্বর কুমারেরও চোট আছে। আসন্ন সিরিজের পরিপ্রেক্ষিতে এই চোট চিন্তার বিষয়। তবে আমার বিশ্বাস, এই দুই পেসার চোট পেলেও পাঁচ ম্যাচের সিরিজ যথেষ্ট লম্বা। উমেশ, ইশান্ত খেললে সিনিয়র বোলার হিসেবে নেতৃত্ব দিতে পারবে। শামির রেকর্ডও বেশ ভাল। তাই ভুবি ও বুমরাহর অভাব অনুভূত হলেও ভারতের রিজার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী।’
সম্প্রতি কিংবদন্তী সচিন তেন্ডুলকর বলেছেন, বর্তমান ভারতীয় দলের বোলিং আক্রমণই সেরা। জাহিরেরও একই মত। এ বিষয়ে তিনি বলেছেন, ‘প্রত্যেক বোলারের ধরন যদি দেখা যায়, তাহলে বলা যায় এই আক্রমণই সবচেয়ে ভাল। কারণ, বিভিন্ন পরিবেশে ভিন্ন ধরনের বোলাররা ভাল পারফরম্যান্স দেখাতে পারেন।’
ভুবনেশ্বর, বুমরাহর পরিবর্ত পেসার আছে ভারতের: জাহির
Web Desk, ABP Ananda
Updated at:
22 Jul 2018 01:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -