নয়াদিল্লি: বিরাট কোহলির দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা যথেষ্ট। এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। তাঁর মতে, প্রথমবার দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জিততেই পারে ভারত।
সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, ‘বর্তমান ভারতীয় দলের গভীরতা দেখে আমার মনে হচ্ছে, এবার দক্ষিণ আফ্রিকায় আমাদের টেস্ট সিরিজ জেতার দারুণ সুযোগ আছে। আমাদের দলে কয়েকজন ভাল পেসার আছে, অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যকেও খেলানো যেতে পারে, (রবীন্দ্র) জাডেজা ও (রবিচন্দ্রন) অশ্বিনের মতো দু’জন ভাল স্পিনারও আছে। এছাড়া আমার উৎসাহী হয়ে ওঠার আরও কারণ হল, আমাদের সব ব্যাটসম্যানই এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল। ওদের ৪০-৫০টি করে টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তবে তা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকায় কিছুটা ভাগ্যের সহায়তা দরকার। সেটা যদি আমরা পাই, আমাদের সুযোগের বিষয়ে আমি আত্মবিশ্বাসী।’
আগামী ৫ জানুয়ারি থেকে কেপটাউনে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট শুরু হতে চলেছে। বিরাটবাহিনী টানা ৯টি টেস্ট সিরিজ জিতে নজির গড়েছে। ভারতের অধিনায়ক বিরাট অবশ্য টানা খেলে যাওয়ার ফলে অতিরিক্ত পরিশ্রমের কথা জানিয়েছেন। দ্রাবিড় তাঁকে সমর্থন করেছেন। তাঁর মতে, খেলোয়াড়দের কথা ভেবে যদি ক্রীড়াসূচিতে ভারসাম্য রাখা যায়, তাহলে ভাল হয়।
দক্ষিণ আফ্রিকায় ভারতের প্রথমবার সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল, মত দ্রাবিড়ের
Web Desk, ABP Ananda
Updated at:
07 Dec 2017 11:36 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -