নয়াদিল্লি: কাতারে আসন্ন এএফসি এশিয়ান কাপের (Asian Cup) জন্য ভারতীয় দল (Indian Football Team) ঘোষণা করলেন ভারতীয় দলের হেড কোচ ইগর স্তিমাচ (Igor Stimac)। শনিবারই ভারতীয় দল পৌঁছে যাবে দোহায়। সেখানেই এশিয়ার সেরা আন্তর্জাতিক ফুটবলের আসরে নামার চূড়ান্ত প্রস্তুতি শিবির শুরু করবে তারা। তার আগে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করে দিলেন ক্রোয়েশিয়ান কোচ, যে দলের মধ্যে থেকেই চূড়ান্ত এগারো নিয়ে এশিয়ান কাপের ম্যাচগুলিতে দল নামাবেন তিনি।
২৬ জনের এই দলে কলকাতার দুই প্রধানের ন’জন খেলোয়াড় রয়েছেন। সাতজন মোহনবাগান সুপার জায়ান্টের ও দু’জন ইস্টবেঙ্গল এফসি-র। বাংলার দুই ফুটবলারকে রেখেই দল গড়েছেন স্তিমাচ। এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপে অংংশ নিতে চলেছে ভারত। এ বার তাদের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি, ভারতীয় সময় অনুযায়ী বিকেল পাঁচটায়। ১৮ জানুয়ারি ভারতীয় দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে ১৮ জানুয়ারি, রাত আটটায়। এই দুটি ম্যাচই হবে আল রায়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে। লিগ পর্বে তাদের শেষ ম্যাচ ২৩ জানুয়ারি, বিকেল পাঁচটায়, আসস খোরের আল বায়েত স্টেডিয়ামে।
স্টিমাচের ঘোষিত ভারতীয় দলের রয়েছেন,
গোলরক্ষক: অমরিন্দর সিং, গুরপ্রীত সিং সান্ধু, বিশাল কয়েথ
ডিফেন্ডার: আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গন, শুভাশিষ বোস
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালেংমাওইয়া রালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম, উদান্ত সিং
ফরোয়ার্ড: ইশান পন্ডিতা, লালিয়ানজুয়ালা ছাংতে, মনবীর সিং, রাহুল কানোলি প্রবীণ (কেপি), সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং
এই নিয়ে পঞ্চমবার এশিয়ান কাপের মূলপর্বে অংশ নিতে চলেছে ভারত। ১৯৬৪, ১৯৮৪, ২০১১ ও ২০১৯-এ অংশ নেয় ভারত। ১৯৬৪-তে রানার্সেরও খেতাবও অর্জন করে তারা। এ বার মহদেশের সবচেয়ে বড় ফুটবলের আসরে দক্ষিণ এশিয়া থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছে ভারতই।
স্টিমাচের আশা, ভারতীয় সমর্থকেরা অনেকেই দোহায় গিয়ে সুনীল ছেত্রীদের জন্য গলা ফাটাবেন। তিনি বলেন, “আশা করি দোহায় প্রচুর ভারতীয় সমর্থকদের দেখতে পাব। বাছাই পর্বের সময় অনেক সমর্থক গ্যালারিতে ছিলেন। কাতারের বিরুদ্ধে সেবার আমাদের ভাল পারফরম্যান্সের অন্যতম কারণ ছিল তাঁদের উপস্থিতি। আশা করি, এ বারেও ঝাঁকে ঝাঁকে ভারতীয় আমাদের খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকবেন। আশা করি, তাঁদের আমরা হতাশ করব না এবং একসঙ্গে সাফল্য উদযাপন করার সুযোগও পাব”। স্টিমাচের এই আশা পূরণ করতে হলে ভারতকে নতুন ইতিহাস গড়তে হবে। তথ্য সংগ্রহ- আইএসএল