সমীরণ পাল, দেগঙ্গা : ব্যবধান মাত্র ১৫ দিনের। তার মধ্যেই রাস্তার পিচ উঠে পড়েছে মুড়ি-মুড়কির মতো । এক পক্ষকাল আগে পথশ্রী প্রকল্পে তৈরি প্রায় ৪ কিলোমিটার রাস্তার এই দশা হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই পরিস্থিতিতে দুর্নীতির অভিযোগে রাস্তার পিচ তুলে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখাল গ্রামবাসী। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য আমুলিয়া এলাকায়।


বিক্ষোভকারীদের বক্তব্য, ১৫ দিন আগে পিচ রাস্তা নির্মাণ করা হয়েছে। রাস্তায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় মুড়ি-মুড়কির মতো পিচ উঠে আসছে। তাঁদের দাবি, অবিলম্বে এই রাস্তা পুনরায় তৈরি করতে হবে। পাশাপাশি তৃণমূলের পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েত সমিতি যদি দুর্নীতি করে থাকে তার তদন্ত করতে হবে বলে প্রশাসনের কাছে দাবি জানায় তারা। দীর্ঘক্ষণ ধরে  রাস্তায় পিচ তুলে বিক্ষোভও দেখাতে থাকে।


এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তরুণ কান্তি ঘোষ। তাঁর দাবি, তৃণমূলের উঁচুতলা থেকে নিচুতলার নেতাদের ঠিকা সংস্থাকে কাটমানি দিতে হয়। আর তা দেওয়ার পর নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা নির্মাণ করতে বাধ্য হচ্ছে তারা। যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।


বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান এমদাদুল হক। তাঁর বক্তব্য, ওই এলাকায় রাস্তা নির্মাণে কোনও দুর্নীতি হয়নি। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সঠিকভাবে নির্মাণ হয়ে যাওয়া রাস্তার পিচ তুলে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তবে যে এজেন্সি বা সংস্থা এই রাস্তা নির্মাণ করেছে তার বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি তদন্ত করে দেখবে। বিজেপি শুধু মন্তব্য করতে থাকে। তাই বিজেপির এই মন্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না।


পথশ্রী-রাস্তা ঘিরে ক্ষোভের ছবি বাঁকুড়াতেও-


হাত দিয়ে টানাটানি করলেই উঠে আসছে পিচ। বেশি চলাফেরা করলেই ভেঙে যায় রাস্তা। সম্প্রতি রাস্তার মান নিয়ে এমনই নানা অভিযোগ ওঠে বাঁকুড়ায়। সিমলাপালের সেই রাস্তা তৈরি হয় পথশ্রী প্রকল্পের অধীনে। ফলে তাতে জড়িয়ে যায় রাজনীতিও। একদিকে খারাপ রাস্তা নিয়ে তৃণমূলকে (TMC) নিশানা করে বিজেপি (BJP)। অন্যদিকে পাল্টা কেন্দ্রের ঘাড়ে দায় চাপান তৃণমূল বিধায়ক। রাজনৈতিক তরজা যাই হোক, রাস্তার হাল নিয়ে তুমুল ক্ষোভ ছড়ায় সাধারণ বাসিন্দাদের মধ্যে।


নামেই পিচের রাস্তা, আদতে কাঁচা রাস্তার উপর আলগা পিচের আস্তরণ। বাঁকুড়ার (Bankura) সিমলাপালের মাচাতোড়া গ্রাম পঞ্চায়েতের শুশুনিয়া মোড় থেকে কাঁসাচরা পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা রয়েছে। সেই গোটা রাস্তার পরিস্থিতি এমনটাই। পথশ্রী (Pathasree) প্রকল্পের রাস্তার এমন দশা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। রাস্তা (Bad Road Condition) এভাবে কেন তৈরি করা হবে তা নিয়ে তুমুল ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।