জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনালে ভারত
Web Desk, ABP Ananda | 16 Dec 2016 08:30 PM (IST)
লখনউ: এক গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত শ্যুটআউটে ৪-২ গোলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৫ বছর পর জুনিয়র হকি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ২-২। শ্যুটআউটে দুটি শট রুখে দেন ভারতের গোলরক্ষক বিকাশ দাহিয়া। ২০০১ সালে অস্ট্রেলিয়ার হোবার্টে শেষবার জুনিয়র হকি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার ঘরের মাঠে ফের চ্যাম্পিয়ন হওয়াই ভারতের লক্ষ্য। অন্য সেমি-ফাইনালে ৬ বারের চ্যাম্পিয়ন জার্মানিকে শ্যুটআউটে ৪-৩ গোলে হারিয়ে রবিবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ বেলজিয়াম। গত দুটি ম্যাচে জিতলেও, ভাল খেলতে পারেনি ভারত। সেমি-ফাইনালেও কষ্ট করেই জিততে হল মনদীপ সিংহ, হরজিৎ সিংহদের। ১৪ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন টম ক্রেগ। প্রথমার্ধে খেলায় সমতা ফেরাতে পারেনি ভারত। ৪২ মিনিটে গুরজন্ত সিংহের গোলে সমতা ফেরে। ৪৮ মিনিটে অসাধারণ গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি ভারত। ৫৭ মিনিটে গোল করে সমতা ফেরান ল্যাকলান শার্প। এরপর শ্যুটআউটে নায়ক হয়ে যান বিকাশ।