দোহা: বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে বড়সড় অঘটন। শক্তিশালী কাতারকে তাদের ঘরের মাঠে গিয়ে আটকে দিল ভারত। কাতার শুধু ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশই নয়, এশীয় চ্যাম্পিয়নও।

কাতারকে রুখে দিয়ে এক পয়েন্ট ছিনিয়ে নিল ভারত। কাতার দুর্দান্ত ফর্মে রয়েছে। আগের ম্যাচেই আফগানিস্তানকে ৬-০ গোলে চূর্ণ করেছিল তারা। অন্যদিকে শেষ ম্যাচে ওমানের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে ভারত ০-১ গোলে হেরে গিয়েছিল। স্বাভাবিকভাবেই দোহার ম্যাচে ফেভারিট হিসাবে শুরু করেছিল কাতারই। তবে সকলকে চমকে দিয়ে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ভারত। সুনীল ছেত্রীকে ছাড়াই ফিফা র‌্যাংকিংয়ে ৬২ নম্বরে থাকা কাতারের বিরুদ্ধে ১০৩ নম্বরে থাকা ভারত লড়াকু ফুটবল খেলল। ভারতের পরিত্রাতা গোলকিপার গুরপ্রীত সিং সাঁধু। এশিয়ান চ্যাম্পিয়নদের সমস্ত আক্রমণ তিনকাঠির নীচে দাঁড়িয়ে নিষ্ক্রিয় করে গেলেন ৯০ মিনিট ধরে।
আগের ম্যাচে ওমানের বিরুদ্ধে যে রক্ষণভাগ ভারতকে ডুবিয়েছিল, সেই রক্ষণ এদিন আর হতাশ করেনি। তবে, অধিনায়ক গুরপ্রীত গোলের সামনে দুর্ভেদ্য না হয়ে উঠলে প্রথমার্ধেই হয়তো গোল হজম করতে হত ভারতকে। কাতারের ফুটবলারদের একের পর এক গোলমুখী শট দুর্দান্ত ক্ষিপ্রতায় আটকে দিয়েছেন গুরপ্রীত।

ম্যাচের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন ভারতীয় ফুটবলাররা। ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে শক্তিশালী আর্জেন্তিনাকে রুখে দিয়ে ‘ভাইকিং ক্ল্যাপ’-এ সেলিব্রেট করেছিলেন আইসল্যান্ডের ফুটবলাররা। পরে যা ফুটবলবিশ্বে প্রবল জনপ্রিয়তা পায়। কাতারকে রুখে দিয়ে ভারতীয় ফুটবলাররাও দোহায় ভাইকিং ক্ল্যাপ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন।

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের পরের ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে ১৫ অক্টোবর, কলকাতায়।