জয় পর পর চার ম্যাচে, শ্রীলঙ্কা ১৬ রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের পথে মিতালিরা
পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ভারতের এর পর ম্যাচ বাকি দক্ষিণ আফ্রিকা (৮ জুলাই), অস্ট্রেলিয়া (১২ জুলাই) ও নিউজিল্যান্ডের (১৫ জুলাই) বিরুদ্ধে। তিনটে দলই লিগ টেবিলে প্রথম পাঁচের মধ্যে রয়েছে। ফলে মিতালিদের লড়াই এ বার কঠিন হতে পারে, বলে মনে করা হচ্ছে। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা।।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appটস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি। ৩৮ রানের মধ্যে তাঁদের দুই ওপেনার পুনম রাউত ও স্মৃতি মানধানা ফিরে যাওয়ার পরে ব্যাটিংয়ের হাল ধরেন মিতালি এবং দীপ্তি। ১১৮ রানের পার্টনারশিপ গড়েন এই দুই ব্যাটসম্যান। দীপ্তি দশটা চার মারেন ও মিতালি চারটে। দীপ্তি করেন ১১০ বলে ৭৮ রান। মিতালির করেন ৭৮ বলে ৫৩ রান। মিডল অর্ডারে পুনম রাউত (১৬) এবং বেদা কৃষ্ণমূর্তি (২৯) মাত্র ৯ ওভারে ৫০ রান তোলেন।
মিতালি খেলা শেষে বলেন, ‘‘আমাদের স্পিনাররা খুব ভাল বল করেছে আজ। মাঝের ওভারগুলোতে ওদের ডটবল এত বেড়ে গিয়েছিল যে, শেষ দিকে চাপে পড়ে যায়। যার ফলে ওদের ব্যাটসম্যানরা পরে ঝুঁকি নিতে বাধ্য হয়। উইকেট তোলার সুযোগ পাই আমরা।’’
শ্রীলঙ্কার মান্ডোরা সুরঙ্গিকা ৭৫ বলে ৬১ রানের ইনিংস খেললেন বটে। তবে উইকেটের অপর প্রান্তে সেভাবে তাঁকে কেউ সাহায্য করতে পারেনি।
ভারতের বোলাররা লঙ্কার ব্যাটিং লাইনআপকে শুরু থেকেই মাথা তুলে দাঁড়াতে দেননি। লেগ স্পিনার পুনম যাদব (১০ ওভারে ২৩ রানে ২ উইকেট), বাঁ হাতি স্পিনার একতা বিস্ত (১০ ওভারে ৪৮ রানে ১ উইকেট), অভিজ্ঞ ঝুলন গোস্বামী (৮ ওভারে ২৬ রানে ২ উইকেট)-দের দাপটে হেলায় লঙ্কা জয় করল ভারত।
পর পর চারটে ম্যাচে দাপটের সঙ্গে জিতে বিশ্বকাপের শেষ চারের পথে ভারতের মেয়েদের ক্রিকেট দল। ইংল্যান্ডের ডার্বিতে গতকাল একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়ে দিয়েছে মিতালি রাজ ব্রিগেড। প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ২৩২ রান তোলে। এরপর শ্রীলঙ্কার ইনিংস থামে ৭ উইকেটে ২১৬ রানে। ২০১৩-র বিশ্বকাপ থেকেই প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। একটিও একদিনের ম্যাচে হারেনি। গতকাল সেই ধারাই বহাল থাকল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -