কলম্বো: ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার আগে নিজেদের দলকে এগিয়ে রাখছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। তিনি বলেছেন, ‘ভারত দারুণ দল। কিন্তু পাল্লা আমাদের দিকে ঝুঁকে। আশা করি ফাইনালেও একই পারফরম্যান্স দেখাতে পারব।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ প্রসঙ্গে শাকিব বলেছেন, ‘টি-২০ ম্যাচে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। এই ম্যাচে আবেগ, নাটক সহ সব উপকরণই মজুত ছিল। সৌভাগ্যবশত আমাদের দলই জিতেছে। কুশল পেরেরা ও থিসারা পেরেরা দারুণ ব্যাট করেছে। ওরা শ্রীলঙ্কাকে জয়ের জায়গায় পৌঁছে দিয়েছিল। আমি এই ম্যাচে দলে ফিরে কেমন খেলব সে বিষয়ে নিশ্চিত ছিলাম না। মাহমুদুল্লাহকে স্ট্রাইক দেওয়া জরুরি ছিল। শেষ পাঁচ ওভারে এটা আমাদের অন্যতম সেরা ইনিংস।’
ভারত কঠিন প্রতিপক্ষ, তবে পাল্লা আমাদের দিকে ঝুঁকে, ফাইনালের আগে বলছেন শাকিব
Web Desk, ABP Ananda
Updated at:
17 Mar 2018 11:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -