বেঙ্গালুরু: ২০১৬ সাল ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা। বিরাট কোহলির নেতৃত্বে পরপর পাঁচটি টেস্ট সিরিজ জিতে এক নম্বরে থেকে বছর শেষ করেছে ভারত। এই সাফল্যের অন্যতম নায়ক রবীন্দ্র জাডেজা আগামী বছরের লক্ষ্য স্থির করে নিয়েছেন। ভারতীয় দলের উপর থেকে বিদেশে ব্যর্থ হওয়ার তকমা সরিয়ে ফেলার জন্য সবরকমভাবে চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই অলরাউন্ডার। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের শেষ টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ভারতকে ৪-০ ফলে সিরিজ জেতানোর পর জাডেজা বলেছেন, ‘সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটের অনুরাগীদের আমার ও দলের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, ২০১৭ সালে বিদেশের মাটিতে ভাল পারফরম্যান্স দেখাব। বিদেশ সফরে ব্যর্থতার তকমা সরিয়ে ফেলার চেষ্টা করব আমরা।’ ২০১০ সালে ১৪ টেস্ট খেলে আটটিতে জয় পেয়েছিল ভারত। তিন ম্যাচ ড্র হয়েছিল এবং তিনটিতে হেরে গিয়েছিল ভারত। এ বছর ১১টি টেস্ট খেলে আটটিতে জয় পেয়েছে ভারত। এটাই এক বছরে ভারতের সর্বাধিক টেস্ট জয়। ফিটনেসকেই এই সাফল্যের প্রধান কারণ বলে মনে করছেন জাডেজা। ভাল খেলে যাওয়াই তাঁর লক্ষ্য।