কলকাতা:  ১৫ বছর পর যুব হকি বিশ্বকাপ জয় ভারতের৷ এই কীর্তির পেছনে রয়েছে এক বঙ্গতনয়ের বিরাট ভূমিকা৷ তিনি মনোবিদ মৃণাল চক্রবর্তী৷ গত আড়াই বছর ধরে জুনিয়র হকি দলের সঙ্গে কাজ করছেন মনোবিদ মৃণাল৷ এই সাফল্যের পর এখন বঙ্গ মনোবিদের দ্বারস্থ ফুটবলার থেকে বক্সার-শ্যুটাররা৷


নো প্রেসার, নো ডায়মণ্ড৷ লক্ষ্ণৌয়ে প্রায় ৩০ হাজার দর্শকের সামনে যুব হকি বিশ্বকাপের ফাইনাল খেলতে নামার আগে এই টোটকাই গুরজন্ত, সিমরনজিতদের দিয়েছিলেন তিনি৷ ফল, গত রবিবার বেলজিয়ামকে হারিয়ে ১৫ বছর পর হকিতে যুববিশ্বকাপ জয় ভারতের৷ ভারতীয় যুব হকি দল যাঁর কথায় উদ্বুদ্ধ হয়েছে বারবার, তিনি মৃণাল চক্রবর্তী৷ এই বাঙালি মনোবিদই ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের একমাত্র বাংলার প্রতিনিধি৷ ২৫ বছর ধরে খেলেছেন হকি৷

লন্ডন থেকে ক্রীড়ামনস্তত্ত্বের নতুন পাঠ এনএলপি শিখে বঙ্গ মনোবিদ কাজ করেছেন ভারতীয় মহিলা ফুটবল দল থেকে শ্যুটার-বক্সারদের সঙ্গে৷ গত আড়াই বছর ধরে এই জুনিয়র হকি দলের মনোবিদের দায়িত্বে মনোবিদ মৃণাল৷ কলকাতায় এসে মৃণালের দাবি, হকি খেলার অভিজ্ঞতার সঙ্গে মনস্তাত্ত্বিক ভাবনার মিশ্রণই সাফল্যের অন্যতম কারণ৷

ফুটবলার প্রীতম কোটাল থেকে অ্যাথলিট শ্রাবণী নন্দা৷ ব্যক্তিগত অনেক অ্যাথলিটই এখন মাঝেমধ্যে শরণাপন্ন হন মনোবিদ মৃণাল চক্রবর্তীর৷ নিজেকে মনোবিদ নয়, পছন্দ করেন মেন্টাল টাফনেস ট্রেনার বলতে৷ বিশ্বচ্যাম্পিয়ন দলে বাংলার একমাত্র প্রতিনিধির এবার লক্ষ্য, ভারতীয় হকির যুব তারকাদের মনস্তাত্ত্বিক চাপ কাটানোর নতুন ভাবনার আমদানি করা৷