কেপটাউন: প্রথম টেস্টে ইনিংসে হারের লজ্জা এখনও টাটকা। আজ থেকে শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট। কেপটাউনের নিউল্যান্ডসে মাঠে নামতে চলেছে ২ দল। ১৯৯২ সাল থেকে তিনবার এই মাঠে খেলতে নেমেছে ভারতীয় দল। কিন্তু তিনবারই খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। এবারেও পাহাড়প্রমাণ চাপ মাথায় নিয়েই আজ থেকে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এবারও সিরিজ বাঁচানোর লড়াই। তার মধ্যে টিম কম্বিনেশন কেমন হবে দ্বিতীয় টেস্টে ভারতের, তা নিয়ে মাথা ঘামাতে হচ্ছে রাহুল দ্রাবিড় অ্যান্ড কোংকে।
রবীন্দ্র জাডেজা ফিট হয়ে উঠেছেন। ফলত খুব স্বাভাবিকভাবেই হয়ত রবিচন্দ্রন অশ্বিনকে রিজার্ভ বেঞ্চে বসতে হবে। একই সঙ্গে পেস বোলিং বিভাগেও শার্দুল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ আগের ম্যাচে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বল হাতেই একেবারই আশানুরুপ পারফর্ম করতে পারেননি তাঁরা। এই পরিস্থিতিতে যে কোনও একজনকে বসতে হতে পারে। শার্দুল আগের ম্যাচে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ যোগদান দিয়েছিলেন প্রথম ইনিংসে। তাই প্রসিদ্ধকেই হয়ত রিজার্ভে বসতে হতে পারে। আর দলে ঢুকতে পারেন মুকেশ কুমার অথবা আবেশ খানের মধ্যে একজন। তবে শার্দুলের চোটও রয়েছে। এই পরিস্থিতিতে মুকেশ ও আবেশ দুজনকেই খেলানো হতে পারে। সেক্ষেত্রে মাত্র ৭ ব্যাটার নিয়ে মাঠে নামবে রোহিত ব্রিগেড। শুভমন গিলকে নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর টেস্টে পারফরম্যান্স একেবারেই আশানুরুপ নয় গত কয়েকটি সিরিজে। তাই তাঁকে বসিয়ে দেওয়ার দাবিও তোলা হচ্ছে। তবে কেপটাউন টেস্টে হয়ত আরও একটি সুযোগ পাবেন ডানহাতি তরুণ।
দক্ষিণ আফ্রিকা অন্যদিকে কোয়েৎজেকে পাবে না দ্বিতীয় টেস্টে। তবে তাঁর বদলে দলে ঢুকে পড়বেন লুঙ্গি এনগিডি। বলাই বাহুল্য এতে আরও শক্তিশালী হতে চলেছে প্রোটিয়া পেস বোলিং বিভাগ। অন্যদিকে তেম্বা বাভুমাকে পাওয়া যাবে না এই ম্যাচেও। কেরিয়ারের শেষ টেস্টে তাই নিজেই অধিনায়কত্ব করবেন ডিন এলগার। আগের ম্যাচের নায়ক তিনি। এই ম্যাচটিও স্মরণীয় করে রাখতে মরিয়া থাকবেন এই প্রোটিয়া তারকা।
এদিকে, গতকাল সাংবাদিক বৈঠকে এসেছিলেন রোহিত শর্মা। প্রথম ম্যাচ হারের পর ভারতীয় একাদশে কি কোনও বদল ঘটবে? ভারত অধিনায়ক কিন্তু আগেভাগে কিছু বলতে নারাজ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে রোহিত বলেন, ''আমরা এখনও আমাদের একাদশে পুরোপুরি নির্ধারিত করিনি। এই ম্যাচের জন্য সবাই উপলব্ধ রয়েছেন। আমরা একাদশ নির্ধারণের আগে একসঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত করব। আমাদের বোলিংটা কিছুক্ষেত্রে অনিভজ্ঞ। সেক্ষেত্রে আমাদের তো দলের বোলারদের ওপর আস্থা রাখার প্রয়োজন। দলের ওপর ভরসা রাখতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। এই স্তরে ও নিশ্চিতভাবেই সাফল্য পাবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে একটু বিচলিত হওয়া তো খুবই স্বাভাবিক।''