কেপ টাউন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের প্রথম ম্যাচে কার্যত পর্যুদস্ত হতে হয়েছিল ভারতীয় দলকে। ইনিংস এবং ৩২ রানের বিরাট ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। এই হারের ফলে রামধনুর দেশে প্রথম টেস্ট সিরিজ় জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। তবে সিরিজের দ্বিতীয় টেস্ট (IND vs SA 2nd Test) জিতে অন্তত সিরিজ় হার এড়াতে বদ্ধপরিকর হয়েই মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল।
প্রথম ম্যাচ হারের পর ভারতীয় একাদশে কি কোনও বদল ঘটবে? রোহিত শর্মা (Rohit Sharma) কিন্তু আগেভাগে কিছু বলতে নারাজ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মলনে রোহিত বলেন, 'আমরা এখনও আমাদের একাদশে পুরোপুরি নির্ধারিত করিনি। এই ম্যাচের জন্য সবাই উপলব্ধ রয়েছেন। আমরা একাদশ নির্ধারণের আগে একসঙ্গে কথা বলে সবকিছু নিশ্চিত করব। আমাদের বোলিংটা কিছুক্ষেত্রে অনিভজ্ঞ। সেক্ষেত্রে আমাদের তো দলের বোলারদের ওপর আস্থা রাখার প্রয়োজন। দলের ওপর ভরসা রাখতে হবে। প্রসিদ্ধ কৃষ্ণের মধ্যে প্রতিভার কোনও কমতি নেই। এই স্তরে ও নিশ্চিতভাবেই সাফল্য পাবে। এটা তো সবে ওর প্রথম ম্যাচ ছিল। আর প্রথম ম্যাচে একটু বিচলিত হওয়া তো খুবই স্বাভাবিক।
কাদের ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা সফরের শেষ ম্যাচ অর্থাৎ সিরিজ়ের দ্বিতীয় এবং অন্তিম টেস্টে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা
কোথায় খেলা?
নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ড (Newlands Cricket Ground), কেপ টাউন
কখন শুরু?
ম্যাচ শুরু ভারতীয় সময় দুপুর ১.৩০ টায়। তার ৩০ মিনিট আগে, দুপুর ১টায় হবে টস
কোথায় দেখবেন?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে
অনলাইন স্ট্রিমিং
যাঁরা স্মার্টফোন ও ল্যাপটপে ম্যাচ দেখবেন, তাঁরা ডিজ়নি প্লাস হটস্টার অ্যাপে দেখতে পাবেন ম্যাচ
হেড-টু-হেড
ভারত ও দক্ষিণ আফ্রিকা লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৪৩ বার একে অপরের মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানগত দিক থেকে কিন্তু প্রোটিয়ারাই এগিয়ে। ১৮টি টেস্ট ম্যাচে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সেখানে ভারতীয় দল জিতেছে ১৫টি টেস্ট। ১০ ম্যাচ ড্রয়ে শেষ হয়েছে। দ্বিতীয় টেস্টের ভেন্যু কেপ টাউনে ভারতীয় রেকর্ড একেবারেই ভাল নয়। কেপ টাউনে ছয়টি টেস্ট ম্যাচের চারটিতে পরাজিত হয়েছে ভারতীয় দল। মাত্র দুইটি ম্যাচ ড্র করতে পেরেছে ভারত। তাই দ্বিতীয় টেস্টে ভারতীয় দলের লড়াইটা প্রোটিয়া বোলার, ব্যাটারদের পাশাপাশি ইতিহাসের সঙ্গেও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: নতুন বছরের প্রথম টেস্ট খেলতে নেমে কতটা সফল টিম ইন্ডিয়া? চিন্তা বাড়বে রোহিতদের?