সেন্ট লুসিয়া: বৃষ্টির জন্য প্রায় একটা গোটা দিন নষ্ট হওয়া এবং পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজের লোয়ার অর্ডারের অসাধারণ লড়াইয়ের জেরে সুবিধাজনক অবস্থায় থেকেও দ্বিতীয় টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। তৃতীয় টেস্টে তাই জয় পেতে মরিয়া বিরাট কোহলিরা। তাঁরা এই টেস্ট জিতেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইছেন।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে এখনও পর্যন্ত মাত্র চারটি টেস্ট হয়েছে। ২০০৬ সালে এই মাঠে একটি টেস্ট খেলেছিল ভারত। সেই টেস্ট ড্র হয়েছিল। এই মাঠে চারটির মধ্যে তিনটি টেস্টই ড্র হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হতে চলা ম্যাচেরও ফল হবে কি না সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে। উইকেটের সব ঘাস ছেঁটে ফেলা হয়েছে। যেটুকু ঘাস রয়েছে, তাতে সতেজ ভাব নেই। উপর থেকে দেখে মনে হচ্ছে, এই উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন।
প্রথম দুটি টেস্টের মতোই এই টেস্টেও পাঁচ জন বিশেষজ্ঞ বোলার নিয়েই খেলবেন কোহলি। তবে দলে বদল হতে পারে। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে লেগ স্পিনার অমিত মিশ্রর পারফরম্যান্স হতাশাজনক ছিল। তিনি এই টেস্টে বাদ পড়তে পারেন। বোলিংয়ে বৈচিত্র আনার জন্য বাঁ হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে প্রথম একাদশে আনা হতে পারে।
তৃতীয় টেস্ট জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
08 Aug 2016 11:54 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -