এমনই ড্রোন আবিষ্কার করেছে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী পল ক্রাই এবং তাঁর ছাত্ররা।
তাঁরা জানিয়েছেন, ড্রোনটি এমনভাবে তৈরি যে, উড়তে উড়তে বিল্ডিং-এর বিভিন্ন জায়গায় রং করতে পারবে সেটি। স্পঞ্জের মাধ্যমে রং নিয়ে ড্রোনটি রাঙিয়ে তুলবে দেওয়াল। পাক্কা শিল্পীদের মতো বিভিন্ন রকমের আর্ট, যেমন স্টিপলিং, ডট ড্রয়িং প্রভৃতি ডিজাইন করতেও দক্ষ ছোট্ট ড্রোনটি। ড্রোনটি এতটাই ছোট যে, হাতের তালুর মধ্যে নিয়ে নেওয়া যাবে। কোন জায়গায় রং করতে হবে, বা সঠিক জায়গাটি চিনিয়ে দিতে ড্রোনটিতে লাগানো ইন্টারনাল সেন্সর এবং একটি মোশন ক্যাপচার সিস্টেম।