পুণে: ভারতের অধিনায়ক বিরাট কোহলির অসাধারণ ফর্ম অব্যাহত। টানা তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরানের রেকর্ড গড়ে ফেললেন তিনি। আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বিরাটের এই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও অবশ্য এই ম্যাচে ৪৩ রানে হেরে গেল ভারতীয় দল। হারের জন্য ব্যাটিং ব্যর্থতাই দায়ী। বিরাট ছাড়া ভারতের আর কোনও ব্যাটসম্যান এদিন বড় রান পাননি। ফলে সিরিজ এখন ১-১। আরও দু’টি ম্যাচ বাকি।


দ্বিতীয় ম্যাচ টাই করার পর আজ তৃতীয় ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৮৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচের নায়ক শাই হোপ আজও দুর্দান্ত ব্যাটিং করেন। তিনি ৯৫ রান করেন। অ্যাশলে নার্স ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শিমরন হেটমায়ার করেন ৩৭ রান। ভারতের হয়ে পেসার জসপ্রীত বুমরাহ ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন। কুলদীপ যাদব দু’টি এবং ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও যুজবেন্দ্র চাহল একটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরুতেই রোহিত শর্মার (৮) উইকেট হারায় ভারতীয় দল। অপর ওপেনার শিখর ধবন ৩৫ রান করেন। অম্বাতি রায়াডু ২২ ও ঋষভ পন্থ ২৪ রান করেন। মহেন্দ্র সিংহ ধোনি (৭) এদিন রান পাননি। ভুবনেশ্বর কুমার ১০ রান করেন। বিরাট ১০৭ রান করে আউট হওয়ার পরেই ভারতের জয়ের আশা শেষ হয়ে যায়। কুলদীপ যদাব ১৫ রানে অপরাজিত থাকেন। ৪৭.৪ ওভারে ২৪০ রানে অলআউট হয়ে যায় ভারতীয় দল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে মার্লন স্যামুয়েলস তিনটি এবং অধিনায়ক জেসন হোল্ডার, ওবেদ ম্যাককয় ও নার্স দু’টি করে উইকেট নেন। কেমার রোচ একটি উইকেট নেন।