আবু ধাবি: অসাধারণ লড়াই করেও এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ০-২ গোলে হেরে গেল ভারত। একাধিক সহজ সুযোগ নষ্ট করার জন্যই হার মানতে হল সুনীল ছেত্রীদের। বারপোস্টও ভারতের সামনে বাধা হয়ে দাঁড়াল। অন্যদিকে, দুই অর্ধে একটি করে গোল করে ম্যাচ জিতে নিল সংযুক্ত আরব আমিরশাহী। ২ ম্যাচ খেলে ভারতের পয়েন্ট ৩। শেষ ষোলোয় যেতে গেলে পরের ম্যাচে বাহরিনের বিরুদ্ধে জিততেই হবে ভারতকে।

ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে গুটিয়ে না থেকে শুরু থেকেই লড়াই করতে থাকেন ভারতীয় ফুটবলাররা। একাধিক সুযোগ নষ্ট হয়। ২৩ মিনিটে সুনীলের জোরাল হেড বাঁচিয়ে দেন বিপক্ষের গোলকিপার। তবে ৪১ মিনিটে সংযুক্ত আরব আমিরশাহীকে এগিয়ে দেন খালফান মুবারক। ২ মিনিট পরে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন সুনীল। দ্বিতীয়ার্ধেও ভারতের গোলের সহজ সুযোগ নষ্ট অব্যাহত থাকে। ৫৫ মিনিটে জেজের শট বারে লেগে ফিরে আসে। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান আলি আহমেদ মবখুত। ২ গোলে পিছিয়েও পড়েও ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু ভাগ্য এদিন সুনীলদের সঙ্গে ছিল না। সংযোজিত সময়েও সন্দেশ ঝিংগানের ফ্লিক পোস্টে লেগে ফিরে আসে।