নয়াদিল্লি: বান্ধবীর সঙ্গে সম্পর্ক রয়েছে, এই সন্দেহের বশে ভাইপোকে খুন করে পুঁতে দিয়ে তার উপর গাছের চারা লাগানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দিল্লির দ্বারকা অঞ্চলে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
ডেপুটি পুলিশ কমিশনার (দ্বারকা) রাজেন্দ্র সিংহ সাগর জানিয়েছেন, ধৃত ব্যক্তির নাম বিজয় কুমার মহারানা (৩৭)। তাঁর বাড়ি ওড়িশার গঞ্জামে। তিনি ২০১২ সালে বান্ধবীর সঙ্গে দিল্লিতে আসেন। ২০১৫ সালে হায়দরাবাদ থেকে বিজয়ের ভাইপো জয়প্রকাশও দিল্লিতে আসেন। তাঁরা দ্বারকা অঞ্চলের একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। নয়ডার সেক্টর ১৪৪ অঞ্চলে একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন বিজয়। জয়প্রকাশ আবার গুরুগ্রামের একটি সংস্থায় কর্মরত ছিলেন। বিজয়ের বান্ধবীর সঙ্গে জয়প্রকাশের ঘনিষ্ঠতা হয়। এতে ক্ষুব্ধ হয়ে ভাইপোকে খুনের পরিকল্পনা করেন বিজয়।
তদন্তে জানা গিয়েছে, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি গভীর রাতে জয়প্রকাশ যখন ঘুমোচ্ছিলেন, তখন সারানোর জন্য খুলে রাখা সিলিং ফ্যানের মোটর দিয়ে তাঁর মাথায় মারেন বিজয়। এরপর তিনি পরিকল্পনা অনুযায়ী ভাইপোর মৃতদেহ বারান্দায় নিয়ে গিয়ে পুঁতে দেন। সন্দেহ এড়াতে তিনি সেখানে একটি গাছের চারাও লাগিয়ে দেন। এক সপ্তাহ পরে থানায় গিয়ে বিজয় দাবি করেন, তাঁর ভাইপো বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে আর ফেরেননি। ওই ফ্ল্যাটে আরও দু’মাস থাকার পর নাঙ্গলয় অঞ্চলে চলে যান বিজয়। ২০১৭ সালে তিনি হায়দরাবাদে চলে যান।
গত বছরের অক্টোবরে জয়প্রকাশের দেহাংশ উদ্ধার হয়। ওই ফ্ল্যাটের মালিকের কাছ থেকে বিজয়ের খোঁজ পায় পুলিশ। কিন্তু ততদিনে তিনি মোবাইল নম্বর বদলে ফেলেছেন, সব টাকা তুলে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন। তাঁর কোনও আত্মীয় বা বন্ধুরও খোঁজ মেলেনি। দীর্ঘদিন ধরে প্রযুক্তির সাহায্যে অনুসন্ধান চালিয়ে বিজয়কে খুঁজে পায় পুলিশ। রবিবার হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লিতে আনা হয়।
বান্ধবীর সঙ্গে সম্পর্কের সন্দেহে দিল্লিতে ভাইপোকে খুন করে পুঁতে দিয়ে গাছের চারা লাগালেন যুবক!
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jan 2019 09:35 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -