দূতাবাসের আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের জের, দেশে ফেরানো হচ্ছে ভারতীয় দলের ম্যানেজারকে
Web Desk, ABP Ananda | 14 Aug 2019 03:43 PM (IST)
এর আগেও একাধিকবার খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে।
নয়াদিল্লি: ত্রিনিদাদ ও টোব্যাগোর ভারতীয় দূতাবাসের এক আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহার করায় ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথেই দেশে ফেরানো হচ্ছে টিম ইন্ডিয়ার ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যমকে। তাঁকে ভবিষ্যতে এই পদে আর না-ও রাখা হতে পারে বিসিসিআই সূত্রে ইঙ্গিত মিলেছে। এর আগেও একাধিকবার খারাপ ব্যবহারের অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে। গত বছর ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময় পারথ টেস্ট চলাকালীন ক্রিকেট অস্ট্রেলিয়ার অপারেশনস ম্যানেজার অ্যাডাম ফ্রেজারের কাছে ক্যাটারিং বিভাগের কর্মীরা অভিযোগ করেন, তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন সুনীল। এখানেই শেষ নয়, ভারতীয় দলের ঐতিহাসিক সিরিজ জয়ের পর সেটি উদযাপন করার জন্য যে খাবার-দাবার আনা হয়েছিল, তার বেশিরভাগটাই নিজের ঘরে নিয়ে চলে যান ম্যানেজার। এবারের বিশ্বকাপের সময়ও তাঁর আচরণ নিয়ে অসন্তুষ্ট হন বিসিসিআই কর্তারা। সুনীলের বিরুদ্ধে নিজের দায়িত্ব পালনের চেয়ে বন্ধুদের টিকিট পাইয়ে দেওয়াকেই বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগ ওঠে। কিন্তু এতকিছুর পরেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। শেষপর্যন্ত অবশ্য আর ছাড় পেলেন না তিনি। বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘সুনীলের সঙ্গে ই-মেল মারফত কথা হয়েছে। তিনি অনিচ্ছাকৃত ভুল করেছেন বলে জানিয়েছেন। তবে বিসিসিআই-এর শীর্ষকর্তারা জানিয়েছেন, তাঁকে দেশে ফিরতেই হবে। দেশের প্রতিনিধিত্ব করার সময় ক্লান্তির কথা বলা যায় না। তাঁকে আর ম্যানেজার পদে রাখা হবে কি না, সে বিষয়ে তিনি দেশে ফেরার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও তিনি ভারতীয় দলের ম্যানেজার হিসেবে খারাপ ব্যবহার করেছেন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ঘটনা তাঁর বিপক্ষে যেতে পারে।’