করাচি: জাতীয় দলের সতীর্থদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা নিয়ে বিস্ফোরক অভিযোগ আনলেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। তিনি একটি অনুষ্ঠানে বলেছেন, ‘আমি সবসময় মনে করতাম, পাকিস্তানের সঙ্গে প্রতারণা করতে পারি না। যারা ম্যাচ গড়াপেটা করত, তারা সবসময় আমার চারপাশে ছিল। আমাকে ২১ জনের বিরুদ্ধে খেলতে হত। বিপক্ষের ১১ জন এবং নিজের দলের ১০ জন আমার বিপক্ষে ছিল। কারা ম্যাচ গড়াপেটা করে, সেটা সবাই জানত। বেশিরভাগ ম্যাচই গড়াপেটা হত। কোন ম্যাচগুলি কীভাবে গড়াপেটা করেছে, সেটা আমাকে বলত মহম্মদ আসিফ।’

স্পট-ফিক্সিংয়ের দায়ে মহম্মদ আমির, আসিফদের নির্বাসিত হওয়া প্রসঙ্গে শোয়েব বলেছেন, ‘আমি আমির ও আসিফকে বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা প্রতিভার অপচয় করে। আমি যখন গড়াপেটার দায়ে ওদের নির্বাসিত হওয়ার কথা শুনেছিলাম, তখন হতাশ হয়ে দেওয়ালে ঘুঁষি মারি। পাকিস্তানের দুই নিখুঁত ফাস্ট বোলার স্মার্ট, বুদ্ধিমান হওয়া সত্ত্বেও নিজেদের নষ্ট করল। ওরা সামান্য অর্থের জন্য নিজেদের বিক্রি করল।’