কলকাতা: আইএসএলে (ISL) নিজেদের অভিযান শুরু করার আগেই সমর্থকদের জন্য বড় খবর দিল লাল-হলুদ শিবির। নওরেম মহেশ সিংহের (Naorem Mahesh Singh) সঙ্গে দীর্ঘদিনের চুক্তি করল ইস্টবেঙ্গল (East Bengal)।
২৪ বছরের নওরেম মহেশ সিংহ আইএসএলে প্রথম ভারতীয় হিসাবে হ্যাটট্রিকের দুরন্ত রেকর্ড করেছিলেন। লাল-হলুদ জার্সিতে সব মিলিয়ে করেছেন ৮ গোল। গত বছর সুপার কাপে ৩ গোল করেছিলেন। ভারতীয় দলের জার্সিতেও নজর কেড়েছেন মহেশ। প্রতিভাবান ফুটবলারকে একেবারেই হাতছাড়া করতে চায় না লাল-হলুদ শিবির। তাই আগামী তিন বছরের জন্য নওরেম মহেশের সঙ্গে চুক্তি সেরে রাখল ইস্টবেঙ্গল। ২০২৬-২৭ মরশুম পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি হয়েছে মহেশের। শুক্রবার একটি বিবৃতি দিয়ে ঘোষণা করল ইস্টবেঙ্গল ক্লাব।
সোমবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএলে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ঘরের মাঠেই খেলবে কার্লেস কুয়াদ্রাতের দল। তার আগেই মহেশের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়ে নিল ইস্টবেঙ্গল। চুক্তির পর মহেশ বলেছেন, ‘ইস্টবেঙ্গল আমার কাছে শুধু ক্লাব নয়, পরিবারও। এই ক্লাবের হয়েই আমি আইএসএল কেরিয়ার শুরু করেছিলাম। সেই ক্লাবের হয়ে আরও অনেকগুলো বছর জড়িয়ে থাকার সুযোগ পাচ্ছি, এর থেকে ভাল খবর হয় না।'
ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘মহেশের চুক্তি বাড়ানোটা দলের জন্য় খুব ভাল খবর। যে দিকে আমরা ক্লাবকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই পরিকল্পনার একটা বড় অঙ্গ ও। ক্লাবের হয়ে তো বটেই, জাতীয় দলের হয়েও মহেশ চমৎকার পারফর্ম করেছে। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে ওঠার সব মশলা আছে ওর মধ্য়ে।'
শিলং লাজং এফসি-র যুব দলে এক মরশুম খেলেই নজর কেড়ে নেন মহেশ। ২০১৮ সালে মূল দলে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন। তার পরে কেরল ব্লাস্টার্সে সই করেন তিনি। কিন্তু খেলার সুযোগ না পেয়ে যোগ দেন আই লিগের ক্লাবের সুদেভা দিল্লি এফসি-তে। সেখান থেকেই ২০২১-২২ মরশুমে লোনে ইস্টবেঙ্গলে যোগ দেন মহেশ।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন