নক-আউট পর্যায়ে ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং শক্তিশালী করতে হবে, মত ক্লাইভ লয়েডের
Web Desk, ABP Ananda | 02 Jul 2019 06:35 PM (IST)
লয়েডের মতে, এবারের বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া সেরা দুই দল।
বার্মিংহ্যাম: এবারের বিশ্বকাপে ভারতীয় দল অন্যতম সেরা হলেও, নক-আউট পর্যায়ে লোয়ার অর্ডার ব্যাটিং শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করলেন ক্যারিবিয়ান কিংবদন্তী ক্লাইভ লয়েড। দু’বারের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, ‘ভারতের দল বাছাই নিয়ে উভয়সঙ্কট রয়েছে। ভারতীয় স্পিনারদের আক্রমণ করে উপযুক্ত কাজ করেছে ইংল্যান্ড। ভারতের লোয়ার অর্ডার ব্যাটিং শক্তিশালী করতে হবে।’ লয়েড আরও বলেছেন, ‘অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলেছে। ভারতও সেমিফাইনালে ওঠার পথে। এবারের বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া সেরা দুই দল। ওরা অন্য দলগুলির চেয়ে পরিবেশ-পরিস্থিতি অনেক ভাল বুঝতে পেরেছে এবং সেই অনুযায়ী খেলছে। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়াই নক-আউট পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া সুবিধা পাবে।’