নয়াদিল্লি: ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে হেরে গেলেন পিভি সিন্ধু। ২ বারের অলিম্পিক্স পদকজয়ী এই ভারতীয় শাটলারের আরও একবার তীরে এসে তরী ডুবল। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন। তাঁকে নিয়ে পদকের আশাও বাড়ছিল। কিন্তু সেমিতে হেরে সেই আশায় জল ঢেলে দিলেন তিনি। কেডি যাদব স্টেডিয়ামে থাইল্যান্ডের প্রতিপক্ষের বিরুদ্ধে হেরে গেলেন সিন্ধু।
শনিবার সিন্ধুর উলটোদিকে ছিলেন থাইল্যান্ডের সুপানিডা কাথেথঙ্গ। তিন গেমের লড়াই শেষে ১৪-২১,২১-১৩,১০-২১-এ হেরে গেলেন সিন্ধু। ৫৯ মিনিটের কঠিন লড়াইয়ের শেষে হার মানেন এই হায়দরাবাদি শাটলার। ম্যাচের পর সিন্ধু বলেন, ''শুরুতেই আমি প্রতিপক্ষকে অনেক বেশি লিড দিয়ে দিয়েছিলাম। তৃতীয় গেমে টাই হওয়ার পর আমার উচিত ছিল কিছু পয়েন্ট অর্জন করা। কিন্তু সুপানিডা আরো এগিয়ে গিয়েছিল। ও দুর্দান্ত প্লেয়ার। আমি ওর বিরুদ্ধে বালিতে খেলেছিলাম।''
এর আগে অসমের অস্মিতা চালিহাকে সেমিতে ওঠার লড়াইয়ে স্ট্রেট গেমে হারিয়ে দেন সিন্ধু। তাঁর পক্ষে ফল ২১-৭, ২১-১৮। সিন্ধুর জয় পেতে ৩৬ মিনিট লাগে। প্রথম গেমে সিন্ধু সহজেই জয় পান। তবে দ্বিতীয় গেমে দারুণ লড়াই করেন অস্মিতা। শেষপর্যন্ত অবশ্য অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জয় ছিনিয়ে নেন সিন্ধু। বড় প্রতিযোগিতায় সিন্ধু বরাবরই ভাল খেলেন। আজও তার ব্যতিক্রম হয়নি।
সিন্ধু হেরে গেলেও ফাইনালে পৌঁছে গেলেন সাত্ত্বিক-চিরাগ জুটি। বিশ্বের ১০ নম্বর ডাবলস জুটি হারিয়ে দিলেন ফরাসি জুটিকে। খেলার ফল সাত্ত্বিকদের পক্ষে ২১-১০, ২১-১৮। শনিবার অন্য একটি সেমিফাইনালে লক্ষ্য সেন পিছিয়ে থেকেও দুর্দন্ত জয় ছিনিয়ে আনলেন। মালয়েশিয়ার এনজি-জে ওঙ্গকে তিনি হারিয়ে দেন ১৯-২১, ২১-১৬, ২১-১২ তে।
আরও পড়ুনঃ ক্যাপ্টেন যশের অর্ধশতরান, জয় দিয়ে অনূর্ধ্ব১৯ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের