জয়পুর: শেষ বলে মিশেল স্যান্টনারের ছক্কা আইপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাই সুপার কিংসকে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় এনে দিয়েছে। সোয়াইন মান সিংহ স্টেডিয়ামের এই ম্যাচে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিংহ ধোনিকে মেজাজ হারাতে দেখা গেল।
জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাই ছয় ওভারে ২৪ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে অম্বাতি রায়ডু ও ধোনির জুটিতে ৯৫ রান চেন্নাইকে ম্যাচে ফিরিয়ে আনে। নাটকীয় শেষ ওভারের শেষ বলে স্যান্টনার ছক্কা মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিলেন।
শেষ ওভারে যে নাটকীয় পরিস্থিতি তৈরি হল, তা কেউ কল্পনাও করতে পারেনি। আম্পায়ায় বেন স্টোকসের একটি বল আম্পায়ার নো না ডাকায় বিতর্কের সূত্রপাত। ধোনি মাঠে নেমে পড়ে আম্পায়ারদের সঙ্গে তর্ক জুড়ে দেন।
কিন্তু ম্যাচের পর ফের সেই চেনা ক্যাপ্টেন কুলকেই দেখা গেল। ম্যাচ শেষ হওয়ার পর রয়্যালস দলের তরুণ ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে দেখা গেল ধোনিকে। তরুণ খেলোয়াড়রা একমনে ধোনির পরামর্শ শুনলেন।



চেন্নাই সুপার কিংস তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে রয়্যালসের তরুণ লেগ স্পিনার শ্রেয়স গোপাল ও ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীদের সঙ্গে ধোনিকে দেখা গিয়েছে। ভিডিও দেখে মনে হচ্ছে, কোনও একটি বল নিয়ে শ্রেয়সকে বোঝানোর চেষ্টা করছেন ধোনি।
শ্রেয়স রাজস্থানের হয়ে উইকেট না নিলেও ব্যাট হাতে ৭ বলে গুরুত্বপূর্ণ ১৯ রান করেন।