বার্মিংহাম: পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ম্যাচের আগে ভারতকেই ফেভারিট বলেছিলেন। তাঁর সেই কথা ঠিক প্রমাণিত হয়েছে। পাকিস্তান হারায় অবশ্যই দুঃখিত আফ্রিদি। তবে তিনি বলেছেন, ভারত গতকাল ফেভারিট হিসেবেই খেলেছে। পাকিস্তান খেলতেই পারেনি। ফলে ভারত-পাক ম্যাচে যে উত্তেজনা থাকার কথা ছিল, সেটা আর ছিল না। একপেশে ম্যাচে জয় পেয়েছে ভারত।
আইসিসি-র হয়ে কলমে আফ্রিদি লিখেছেন, ‘ভারত-পাক ম্যাচ ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, সেটা মাঠে মারা গেল। এজবাস্টনে পাকিস্তান ভুলে যাওয়ার মতো পারফরম্যান্স দেখাল। পাকিস্তানের সমর্থক হিসেবে এই খেলা দেখা যন্ত্রণাদায়ক। ভারত ফের দেখিয়ে দিল, ওরা পাকিস্তানের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রাখা ছাড়া অন্য কিছু ভাবছে না।’
পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করে আফ্রিদি লিখেছেন, বৃষ্টি হওয়ায় টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সুবিধা ছিল পাকিস্তানের কাছে। কিন্তু দুর্বল পরিকল্পনা, সেটা কাজে লাগাতে না পারার ব্যর্থতা এবং ততোধিক খারাপ ফিল্ডিংয়ের ফলে পাকিস্তান সুযোগ কাজে লাগাতে পারল না। প্রথম ওভারে মহম্মদ আমির অসাধারণ বল করার পরে নতুন বল দেওয়া হল ইমাদ ওয়াসিমকে। সরফরাজের মনে রাখা উচিত ছিল, খেলাটা ইংল্যান্ডের ভিজে পরিবেশে হচ্ছে, সংযুক্ত আরব আমিরশাহীতে নয়। রোহিত শর্মা, শিখর ধবনের মতো খেলোয়াড়দের সেট হওয়ার সুযোগ দিলে তাঁদের থামানো কঠিন। পাকিস্তান সেটাই করেছে।
ভারতীয় দল যেখানে ৩১৯ রান করেছে, সেখানে পাকিস্তান মাত্র ১৬৪ রান করায় ব্যাটসম্যানদের একহাত নিয়েছেন আফ্রিদি। তিনি লিখেছেন, বিরাট কোহলি ও যুবরাজ সিংহ পাক বোলারদের আক্রমণ করেছেন। এরপর হার্দিক পাণ্ড্যর ঝোড়ো ইনিংস ম্যাচ ভারতের পক্ষে নিয়ে যায়। পাকিস্তানের ব্যাটসম্যানদের সেই দক্ষতাই নেই। তাঁরা চাপের মুখে ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। রান রেট যখন বেড়ে যাচ্ছিল, তখন সিনিয়র ব্যাটসম্যানরা ক্রিজে টিকে থাকতে পারেননি। পাটা উইকেটে বিপক্ষ যেখানে ৩১৯ রান করেছে, সেখানে ১৬৪ রান করার কোনও অজুহাতই হতে পারে না।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ভারতের সামনে প্রতিরোধ গড়তে পারেনি পাকিস্তান, বলছেন আফ্রিদি
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jun 2017 01:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -