মুম্বই: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত পাকিস্তানকে অনায়াসে ১২৪ রানে হারানোয় খুশিতে ফেটে পড়েছে বলিউড। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর সিংহ, ধনুষ- সকলে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি ও তাঁর দলকে।
ঘোষিত ক্রিকেটপ্রেমী রণবীর সিংহ এই ম্যাচ দেখতে পৌঁছে যান বার্মিংহামে। গ্যালারি থেকে সারাক্ষণ দলকে উৎসাহ দেন তিনি।




অমিতাভ বচ্চনও ছিলেন গ্যালারিতে। নিজের পুরনো একটি ছবি টুইট করে অভিনন্দন জানান বিরাটের দলকে।


টুইট করেন অভিষেক বচ্চনও।


ম্যাচ দেখতে এজবাস্টন স্টেডিয়ামে হাজির হন দক্ষিণী অভিনেতা ধনুষও। সচিন তেন্ডুলকরের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।