ঘোষিত ক্রিকেটপ্রেমী রণবীর সিংহ এই ম্যাচ দেখতে পৌঁছে যান বার্মিংহামে। গ্যালারি থেকে সারাক্ষণ দলকে উৎসাহ দেন তিনি।
অমিতাভ বচ্চনও ছিলেন গ্যালারিতে। নিজের পুরনো একটি ছবি টুইট করে অভিনন্দন জানান বিরাটের দলকে।
টুইট করেন অভিষেক বচ্চনও।
ম্যাচ দেখতে এজবাস্টন স্টেডিয়ামে হাজির হন দক্ষিণী অভিনেতা ধনুষও। সচিন তেন্ডুলকরের সঙ্গে ছবি পোস্ট করেন তিনি।