নয়াদিল্লি: ফিফার প্রথমসারির কোনও টুর্নামেন্টে এই প্রথম খেলতে নামছে ভারত। আজ দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনূর্দ্ধ ১৭ বিশ্বকাপের আমেরিকার বিরুদ্ধে নামছে ভারতীয় দল। ম্যাচের আগে টিম হোটেলে খোলেয়াড়দের সঙ্গে দেখা হল তাঁদের বাবা-মায়েদের। আবেগে ভাসলেন ভারতের অনূর্দ্ধ ১৭ দলের খেলোয়াড়রা।


আসলে ভারতীয় দলের ফুটবলারদের বেশিরভাগই দরিদ্র পরিবারের সন্তান। কায়ক্লেশে দিন গুজরান করে অনেকেরই পরিবার। সেই পরিবারের ছেলেরাই বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবেন।

ফিফা বিশ্বকাপে খেলতে নামার আগে বাবা-মাকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন খেলোয়াড়রা। দিল্লির ললিত হোটেল ওই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। এ জন্য খুবই খুশি খেলোয়াড়দের পরিবারের সদস্যরাও। দলের অধিনায়ক অমরজিত সিংহর দাদা উমাকান্ত বলেছেন, এআইএফএফ এই ব্যবস্থা করে দেয়। আমার বাবা-মা তো দারুন খুশি। অমরজিতের সঙ্গে দেখা হওয়ার সময় চোখে জল চলে এসেছিল।

উমাকান্ত জানিয়েছেন, দুজন ছাড়া বাকি সব খেলোয়াড়ের বাবা-মারা এসেছিলেন। উমাকান্তর সঙ্গে এসেছিলেন তাঁর বোনও।

খেলোয়াড়দের বাবা-মারাও এদিন গ্যালারিতে থাকবেন। গত রবিবার খেলোয়াড়রা বলেছিলেন, এই ব্যাপারটা তাঁদের আরও বেশি অনুপ্রাণিত করবে।

আজ আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আয়োজক দেশ ভারত।