নয়াদিল্লি: সৌদি আরবের কাছে ১-২ ব্যবধানে হেরেও এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপের (AFC U-17 Asian Cup 2023) যোগ্যতা অর্জন করল ভারত। টুর্নামেন্টের বাছাইপর্বে ভারতীয় দল দশটি গ্রুপে ছয়টি সেরা দ্বিতীয় স্থান অধিকারী দলের মধ্যে একটি হয়ে মূল পর্বে তাদের জায়গা নিশ্চিত করল ভারত।
ভারত আগের তিনটি ম্যাচে জিতেছিল। মলদ্বীপকে ৫-০ গোলে হারিয়েছিল ভারত। কুয়েতকে তিন গোল হারিয়ে টুর্নামেন্টে নিজেদের জায়গা পাকা করার দিকে এগিয়েছিল ভারত। এরপর মায়ানমারকে ৪-১ গোলে পরাজিত করে ভারত। তবে গ্রুপ লিগের শেষ ম্যাচে সৌদি আরবের রাখে ১-২ গোলে হেরে গেল ভারতের ছোটরা।
সৌদি আরবের দাম্মামের প্রিন্স মহম্মদ বিন ফাহদ স্টেডিয়ামে কোয়ালিফায়ারের গ্রুপ ডি ম্যাচে গ্রুপে শীর্ষস্থানীয় সৌদি আরবের বিপক্ষে ১-২ গোলে পরাজিত হয় ভারতের তরুণ দল। তবে ভারত ২০২৩ সালের অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করেছে।
ম্যাচের ২২ মিনিটে সৌদির তরুণ ফুটবলার হাজির গোলে লিড নেয় সৌদি আরব। ম্যাচের ৫৮ মিনিটে সৌদি আরবের হয়ে দ্বিতীয় গোলও করেন হাজি। সৌদি আরব ২-০ এগিয়ে যায়। ভারতের থাংলালসুন গ্যাংতে ম্যাচের ৯৫ মিনিটে ব্যবধান কমান।
মায়ানমার, কুয়েত এবং মলদ্বীপের বিরুদ্ধে ভারত তাদের তিনটি গ্রুপ ম্যাচ জিতেছিল। যা ভারতীয় তরুণদের জন্য দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে। এই নিয়ে তৃতীয়বার এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন করল টিম ইন্ডিয়া। ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার নবনির্বাচিত প্রেসিডেন্ট কল্যাণ চৌবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকার দেখুন নীচের লিঙ্কে ক্লিক করে: