কেপ টাউন: প্রথম টেস্ট শুরু হওয়ার আগে ভারতীয় দলের উপর মানসিক চাপ তৈরির চেষ্টা শুরু করে দিল দক্ষিণ আফ্রিকা শিবির। টেস্ট সিরিজের জন্য বিরাট কোহলিদের প্রস্তুতিকে কটাক্ষ করে দক্ষিণ আফ্রিকার পেসার ভেরনন ফিল্যান্ডার বলেছেন, ভারত এই সিরিজের জন্য কতটা তৈরি, সেটা প্রথম টেস্টের পরেই বলা যাবে।
কাল থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি। সরাসরি টেস্ট খেলতে চলেছেন বিরাটরা। কেপ টাউনের নিউল্যান্ডসে গতি ও বাউন্সে ভরা সবুজ উইকেট থাকবে বলেই জানিয়েছেন পিচ কিউরেটররা। এই পিচে কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা। সে কথা মনে করিয়ে দিয়েছেন ফিল্যান্ডার। তিনি বলেছেন, ‘ভারতীয় দল বেশিরভাগ ম্যাচই খেলেছে ঘরের মাঠে। তাই দক্ষিণ আফ্রিকায় ওরা কেমন খেলে, সেটা দেখতে হবে। এখানে সম্পূর্ণ অন্যরকম খেলা হবে। ওরা প্রথম টেস্টে কেমন খেলে, সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার ডেল স্টেইন খেলতে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। তবে দলের বাকি সদস্যরা সবাই খেলার জন্য তৈরি। তিন না চার পেসার নিয়ে খেলবেন তাঁরা, সেটা পরিবেশ-পরিস্থিতি দেখেই ঠিক করা হবে বলে জানিয়েছেন ফিল্যান্ডার। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, চার পেসার ও একমাত্র স্পিনার কেশব মহারাজকে দলে রাখা হতে পারে।
২০১৫ সালে ভারত সফরে এসে ০-৩ হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেবার ঘূর্ণি পিচে খেলা হয়েছিল। এবার অন্য ধরনের পিচে খেলা হবে বলে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ফিল্যান্ডার। তিনি বলেছেন, ‘নিউল্যান্ডসে খেলতে নামলে বাউন্সি বলে খোঁচা দিয়ে আউট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। উইকেটে ঘাস আছে। সবাই বলছে, উইকেটে গতিও থাকবে। নিউল্যান্ডসের পিচের চরিত্র বদলাবে না। ম্যাচ জিততে গেলে ২০ উইকেট নিতে হবে এবং রান করতে হবে। সেরা ক্রিকেট খেলতে গেলে প্রতিটি সিরিজেই সেটা করতে হবে। ২০১৫ সালে আমাদের হার অবশ্যই হতাশাজনক ছিল। কিন্তু দিনের শেষে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। ঘরের মাঠে অবশ্যই সেটা চাইব।’
ফিল্যান্ডার আরও বলেছেন, শুধু ভারতের অধিনায়ককে নিয়ে নয়, সব ব্যাটসম্যানকে নিয়েই পরিকল্পনা করছেন তাঁরা। ভারতীয় দলকে দু’বার আউট করাই তাঁদের লক্ষ্য।
প্রথম টেস্টের পরেই বোঝা যাবে ভারত কতটা তৈরি, প্রস্তুতি নিয়ে বিরাটদের কটাক্ষ ফিল্যান্ডারের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2018 04:42 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -