কেপটাউন : গত ২৫ বছরে দক্ষিণ আফ্রিকায় একটাও সিরিজ জিততে পারেনি টিম ইন্ডিয়া। সেই খরা কাটাতে এবার মরিয়া বিরাট কোহলির নেতৃত্বাধীন দল। কিন্তু সিরিজ শুরুর আগে একটা ভিন্ন ধরনের সমস্যায় পড়েছে ভারতীয় দল। দুমিনিটের বেশি সময় ধরে স্নান না করতে বলা হয়েছে টিম ইন্ডিয়াকে।
আগামীকাল কেপটাউনের নিউল্যান্ডসে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত। কেপটাউনে এবার খরা পরিস্থিতি। এমনিতেই দক্ষিণ আফ্রিকায় মাটির জলস্তর নিচে নেমে গিয়েছে। এজন্য সরকারিভাবে দুমিনিটের বেশি স্নান না করার জন্য বলা হয়েছে। ভারতীয় দলের ওপরও ওই নিয়ম প্রযোজ্য হয়েছে।
সিরিজ শুরুর আগে কোহলি ব্রিগেড নেটে নিয়মিত ঘাম ঝরাচ্ছে। কড়া রোদে কয়েক ঘন্টা অনুশীলনের পর হোটেলে ফিরে স্নান সংক্রান্ত ওই নিয়মের কথা মাথায় রাখতে হচ্ছে তাঁদের।বর্তমানে কেপটাউনের কলিনন হোটেল রয়েছেন ভারতীয় দলের খেলোয়াড়রা।
কেপটাউন জুড়েই জলের অভাব। বিভিন্ন জায়গায় জলের জন্য লম্বা লাইন চোখে পড়ে।