ওয়েলিংটন: আগামী বিশ্বকাপের জন্য ভারত পুরোপুরি তৈরি বলে জানালেন হেড কোচ রবি শাস্ত্রী। তবে স্কোয়াডেক দু-একটি জায়গা নিয়ে দলকে সিদ্ধান্ত নিতে হবে বলেও মন্তব্য করেছেন শাস্ত্রী। তিনি আরও বলেছেন, আর মাত্র কয়েকমাস পরেই বিশ্বকাপ। তাই কোনও প্লেয়ার যাতে ফর্ম হারিয়ে না ফেলে-সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার।
কোচ অম্বাতি রায়ডুরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। গতকাল রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের শেষ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে রুখে দাঁড়িয়ে ১১৩ বলে ৯০ রানের ইনিংস খেলেন রায়ডু। একটা সময় আবারও ১০০-র কম রানে অল আউট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা গিয়েছিল। শেষপর্যন্ত রায়ডুর গুরুত্বপূ্র্ণ ইনিংসে ভর করে ভারত লড়াই করার মতো ২৫২ রান করে।
শাস্ত্রী বলেছেন, দলে একটা-দুটো জায়গা নিয়ে খতিয়ে দেখতে হবে। মোটামুটিভাবে টিম একটা তৈরিই হয়ে গিয়েছে। বিশ্বকাপের আগে হাতে আর মাত্র পাঁচটা ম্যাচ।এর মধ্যে যাতে কেউ ফর্ম না হারায় সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যেটুকু সুযোগ পাওয়া যায় তা পুরোপুরি কাজে লাগাতে হবে।আর এর জন্যই রায়ডু যেভাবে খেলেছি, তা খুব ভালো লেগেছে। এটা পাঁচটা ম্যাচের মধ্যে সবচেয়ে ভালো ম্যাচ ছিল, কারণ ১৮ রানে চার উইকেট পড়ে যাওযার পর দল যা করল তা খুবই ভালো ব্যাপার। বিশেষ করে রায়ডুর কথা বলতে হয়।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্বকাপের জন্য কতটা তৈরি ভারত, জানালেন শাস্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2019 02:15 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -