জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-২ ফলে হারলেও, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখতে সক্ষম হল ভারতীয় দল। ভারতের অধিনায়ক বিরাট কোহলির হাতে খেতাব তুলে দেওয়া হবে। ২০১৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইনদওর টেস্ট জেতার পর বিরাটের হাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব তুলে দিয়েছিলেন সুনীল গাওস্কর। ফের সেই খেতাব পাচ্ছেন বিরাট। সেইসঙ্গে ভারতীয় দল ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কারও পাবে।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ভারতের পয়েন্ট ছিল ১২৪। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ছিল ১১১। তৃতীয় টেস্টে জয়ের পর এখন ভারতের পয়েন্ট ১২১। দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ১১৫। মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চারটি টেস্টই জিততে পারলেও, ৩ এপ্রিলের মধ্যে ভারতীয় দলের পয়েন্ট টপকে যেতে পারবে না দক্ষিণ আফ্রিকা। ফলে টানা দ্বিতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখছে ভারত।
জোহানেসবার্গে জয়ের সুবাদে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব ধরে রাখল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2018 05:42 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -