কুয়ান্তান (মালয়েশিয়া): এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারতের জয়যাত্রা অব্যাহত। চিনকে ৯ গোল দেওয়ার পর গ্রুপের শেষ ম্যাচে আয়োজক দেশ মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত। জোড়া গোল করলেন পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ রুপিন্দর পাল সিংহ। ৫ ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্যায়ের খেলা শেষ করল ভারত।
এদিন অবশ্য ভারতের জয় আগের ম্যাচের মতো মসৃণ হয়নি। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রুপিন্দর। কিন্তু ১৮ মিনিটেই সেই গোল শোধ করে দেন রাজি রহিম। দু মিনিট পরেই অবশ্য ভারতকে ফের এগিয়ে দেন রুপিন্দর। শেষপর্যন্ত সেই গোলেই জিতে যায় ভারত। মালয়েশিয়া গোল শোধের জন্য মরিয়া হয়ে বেশ কয়েকবার ভারতের গোলমুখে হানা দিয়েছিল। তবে অধিনায়ক তথা গোলকিপার শ্রীজেশের বদলে এদিন মাঠে নামা আকাশ চিকতে তৎপর থাকায় ভারত গোল খায়নি।
রুপিন্দরের জোড়া গোল, মালয়েশিয়াকে হারাল ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
26 Oct 2016 09:44 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -