দুবাই: আইসিসি-র একদিনের ক্রিকেট দলের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এল ভারত। এছাড়াও বোলার ও ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে পয়লা নম্বর জায়গা ধরে রেখেছেন যথাক্রমে জসপ্রিত বুমরাহ ও ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর ফলে ভারতের পয়েন্ট বেড়ে হয়েছে ১২২। নতুন তালিকায় ইংল্যান্ড (১২৬)-এর পরেই রয়েছে ভারত।
গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ভালো পারফরম্যান্সের জেরে র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি। আইসিসি র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে এখন ১৭ নম্বরে ধোনি।
বোলারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট।
২০১৬-র জানুয়ারিতে তালিকার শীর্ষে ছিলেন বোল্ট। এখন তাঁর আগে রয়েছেন বুমরাহ ও আফগান স্পিনার রশিদ খান।
যজুবেন্দ্র চাহল এক ধাপ এগিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। ভুবনেশ্বর কুমার ছয় ধাপ এগিয়ে এখন ১৭ তম স্থানে।
দলগত র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের অবনতি ঘটেছে। দক্ষিণ আফ্রিকার পর তারা রয়েছে চতুর্থ স্থানে।
আইসিসি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এলে ভারত, এক নম্বরেই কোহলি ও বুমরাহ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2019 03:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -