দুবাই: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় দলকে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও টি-২০ র্যাঙ্কিং নিয়েও চিন্তা করতে হচ্ছে। এখন আইসিসি টি-২০ র্যাঙ্কিংয়ে দু নম্বরে আছে মহেন্দ্র সিংহ ধোনির দল। এই সিরিজে ভারত যদি ০-২ ফলে হেরে যায়, তাহলে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়তে হবে। সেই কারণে সতর্ক থাকতে হবে ভারতীয় দলকে।
১৩২ রেটিং নিয়ে টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ভারতের রেটিং ১২৮। তৃতীয় স্থানে থাকা ক্যারিবিয়ানদের রেটিং ১২২। কার্লোস ব্রেথওয়েটের দল যদি ২-০ ফলে সিরিজ জিতে যায়, তাহলে ১২৭ পয়েন্ট পেয়ে বিশ্বচ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থানে উঠে আসবে। সেক্ষেত্রে ভারত ১২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে।
উল্টো ফল যদি হয়, তাহলেও ভারত এক নম্বরে উঠতে পারবে না। ২-০ ফলে সিরিজ জিতলে ভারতের রেটিং হবে ১৩২। কিন্তু ভগ্নাংশের বিচারে এগিয়ে থাকবে নিউজিল্যান্ড। এই সিরিজে ভারত যদি হোয়াইটওয়াশ করে জেতে, তাহলে ক্ষতি হবে ওয়েস্ট ইন্ডিজের। ১১৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে নেমে যাবে বিশ্বচ্যাম্পিয়নরা। ১১৯ রেটিং নিয়ে তৃতীয় স্থানে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা। সিরিজ ড্র হলে ভারত ১২৮ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানেই থাকবে। ওয়েস্ট ইন্ডিজের রেটিং হবে ১২৩।
দলগত র্যাঙ্কিং ছাড়াও এই সিরিজে দু দলের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ের দিকেও সবার নজর থাকবে। ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এখন টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন। তিনি এই দুটি ম্যাচে ভাল পারফরম্যান্সের মাধ্যমে নিজের জায়গা ধরে রাখতে চাইবেন। ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মা ব্যাটসম্যানদের তালিকায় ২৩ নম্বরে আছেন। টি-২০ দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আছেন ৫০ নম্বরে। তাঁরা দু জনেই র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চাইবেন।
ভারতের বোলারদের মধ্যে পেসার যশপ্রীত বুমরাহ র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে আছেন। রবিচন্দ্রন অশ্বিন আছেন সাত নম্বরে। বাঁ হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা ১৯ নম্বরে আছেন। তাঁরাও এই সিরিজে ভাল পারফরম্যান্স দেখাতে চাইবেন।
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের মধ্যে র্যাঙ্কিংয়ে আট নম্বরে থাকা ক্রিস গেইল, ১৭ নম্বরে থাকা মার্লন স্যামুয়েলস, ৩১ নম্বরে থাকা লেন্ডল সিমন্স, ৩৭ নম্বরে থাকা ডোয়েন ব্র্যাভো এবং ৪৮ নম্বরে থাকা আন্দ্রে ফ্লেচার ভাল পারফরম্যান্স দেখিয়ে অবস্থান উন্নত করতে চাইবেন।
টি-২০ র্যাঙ্কিংয়ে এক নম্বরে আছেন ক্যারিবিয়ান লেগ স্পিনার স্যামুয়েল বদ্রী। চার নম্বরে অফ স্পিনার সুনীল নারিন। ৩৯ নম্বরে ডোয়েন ব্র্যাভো। তাঁদেরও লক্ষ্য ভাল পারফরম্যান্স দেখানো।
র্যাঙ্কিং ধরে রাখতে সিরিজ হারা চলবে না ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
25 Aug 2016 12:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -